Aamir Khan

আমিরের বাড়িতে পুলিশবাহিনী! কী কারণে এত আইপিএস হাজির হলেন অভিনেতার দরজায়?

একসঙ্গে প্রায় ২৫ জন পুলিশ আধিকারিক ঢোকেন অভিনেতার বাড়িতে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা, কী কারণে অভিনেতার বাড়িতে হাজির হল এমন বিশাল পুলিশবাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৩:১২
Share:

কী কারণে আমিরের বাড়িতে এত পুলিশ? গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

খানিক নির্বিঘ্নেই দিন কাটাচ্ছিলেন আমির খান। বেশ কয়েক বছর পর বক্স অফিসে তাঁর ছবি সাফল্যের মুখে দেখেছে। জীবনে নতুন প্রেম। সঙ্গে রয়েছেন দুই প্রাক্তন স্ত্রী-ও। আপাতদৃষ্টিতে যেন ভালই ছিলেন আমির। আচমকাই ছন্দপতন। রবিবার অভিনেতার বাড়িতে পুলিশিহানা। একসঙ্গে প্রায় ২৫ জন পুলিশ আধিকারিক ঢোকেন অভিনেতার বাড়িতে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা কী কারণে অভিনেতার বাড়িতে হাজির হল এমন বিশাল পুলিশবাহিনী।

Advertisement

যদিও রবিবার গোটাটাই মৌন বজায় রেখেছেন। তবে আমিরের টিমের তরফে থেকে বলা হয়েছে, ‘‘একটা আইপিএস দল আমিরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই কারণে অভিনেতা তাঁদের বাড়িতে ডাকেন।’’ ১৯৯৯ সালে আমির খান ‘সরফরোশ’ ছবিতে আমলার চরিত্রে অভিনয় করেন। শুধু সাধারণ মানুষ নয়, আইপিএস শিক্ষানবিশদের মধ্যেও জনপ্রিয়তা পায় আমির অভিনীত ‘অজয় সিংহ রাঠৌর’ চরিত্রটি। তার পর থেকে প্রতি বছর তিনি হবু আইপিএস-দের সঙ্গে দেখা করে সীমান্ত আমির। দেশের নানা সমস্যা পর্যালোচনা করেন অভিনেতা। এ বারও তেমন কিছুই তাঁর বাড়িতে ঘটল কি না, জানা যায়নি এখনও।

যদিও কিছু দিন আগে আরও একটি বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন আমির। অমিতাভ বচ্চন ও আমির খান এই দুই তারকার নামে রোলস রয়েস গাড়ি নথিভুক্ত ছিল। যেটি দীর্ঘ দিন ধরে বেঙ্গালুরুর রাস্তায় বীরদর্পে চালাচ্ছিলেন সেখানকার ব্যবসায়ী ইউসুফ শরিফ। ২০২১ ও ২০২৩-এ দু’বার হাতবদল হয়ে আমিরের গাড়িটি যায় ওই ব্যবসায়ীর হাতে। ইউসুফ সে গাড়ি ব্যবহার করলেও তার জন্য কর দেন না। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই গাড়ি দু’টি তারকাদের থেকে কিনে নিলেও সেগুলি নিজের নামে নথিবদ্ধ করাননি। সেই কারণেই নাম জড়িয়ে যায় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement