Zareen Khan

‘বিয়ে করুন, বুড়ি হয়ে যাচ্ছেন তো’, কটাক্ষ শুনেই পাল্টা জবাব! বিয়ে নিয়ে স্পষ্ট মতামত জ়রিনের

পুরুষতন্ত্রের চোখ রাঙানি এখনও মেয়েদের তাড়া করে বেড়ায়। এমনই এক পরিস্থিতিতে পড়েছিলেন জ়রিন খান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৯:৩৩
Share:

বিয়ে নিয়ে জবাব জ়রিনের। ছবি: সংগৃহীত।

মেয়েরা নাকি কু়ড়িতেই বুড়ি! বহু যুগ আগে এমন প্রবাদ ছিল। তবে এই সব তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মেয়েরাই। কাজে, শক্তিতে, বুদ্ধি, মতামতে নিজেদের প্রমাণ করে মেয়েরা বুঝিয়ে দিয়েছেন সব লিঙ্গই সমান। কিন্তু তাও পুরুষতন্ত্রের চোখ রাঙানি এখনও তাঁদের তাড়া করে বেড়ায়। এমনই এক পরিস্থিতিতে পড়েছিলেন জ়রিন খান। বয়স নিয়ে কটাক্ষ করা হয় তাঁকে। তবে সপাটে জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেও।

Advertisement

এক নিন্দক জ়রিনকে বলেন, “বিয়ে করে নিন। বুড়ি হয়ে যাচ্ছেন তো।” এড়িয়ে যাননি অভিনেত্রী। সমাজমাধ্যমে প্রকাশ্যে পাল্টা জবাব দিয়েছেন। তাঁর উত্তরে মুগ্ধ অনুরাগীরা। জ়রিন একটি ভিডিয়োর মাধ্যমে বলেছেন, “সম্প্রতি নিজের পোস্টের মন্তব্যগুলো পড়ছিলাম। একটা মন্তব্য ছিল সবার থেকে আলাদ। আমাকে বলা হয়, ‘বিয়ে করে নিন, বুড়ি হয়ে যাচ্ছেন।’ আমার প্রশ্ন হল, বিয়ে করে নিলে কি ফের যৌবনে ফিরে যেতে পারব? এর অর্থ কী?” এই বলে নিজেই হাসতে থাকেন জ়রিন।

এখানেই শেষ নয়। সমাজে বিয়েকে কতটা গুরুত্ব দেওয়া হয়, তা নিয়েও কথা বলেন জ়রিন খান। অভিনেত্রী বলেছেন, “আমি সত্যিই জানি না, এই মানসিকতা কি শুধু আমাদের দেশেই রয়েছে! না কি এটা সারা বিশ্বের সমস্যা? অদ্ভুত ভাবে বিয়েকেই সব সমস্যার সমাধান বলে মনে করা হয়।”

Advertisement

জ়রিনের প্রশ্ন, বিশেষ করে মহিলারা বিয়ে না করলে কেন সেটাকে সমস্যা হিসাবে দেখা হয়?

জ়রিনর বলিউডের সফর শুরু হয় সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে। এক সময়ে ক্যাটরিনা কইফের মতো দেখতে, এই পরিচিতি ছিল জ়রিনের। সেই ভাবমূর্তি কাটিয়ে উঠতেই তাঁর কাছে আসতে থাকে শুধুই খোলামেলা দৃশ্যে অভিনয় করার প্রস্তাব। ‘হেট স্টোরি ৩’ ছবিতে খোলামেলা দৃশ্যে দেখা গিয়েছিল জ়রিনকে। ‘অকসর ২’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement