প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে কোন সিদ্ধান্ত নিলেন সঞ্জয়? ছবি: সংগৃহীত।
তিন নারী— সম্পত্তির পরিমাণ ৩০,০০০কোটি। কে হবেন উত্তরাধিকারী? সিদ্ধান্ত নিয়ে চাপা অশান্তি এখন দিল্লির কপূর বা়ড়িতে। ১২ জুন মারা গিয়েছেন শিল্পপতি সঞ্জয় কপূর। আকস্মিক প্রয়াণ। মৌমাছি গিলে ফেলতেই নাকি শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁর। যদিও ছেলের মৃত্যুর মাস খানেক পর সঞ্জয়ের মা রানি কপূর অভিযোগ তুলেছে এই মৃত্যু স্বাভাবিক নয়। এমনকি তিনি এ-ও দাবি করেন, তাঁকে জোর করে কিছু এমন কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে যার অর্থ তিনি বোঝেননি। মা রানি ছাড়া সঞ্জয়ের সম্পত্তির আরও দুই দাবিদার রয়েছেন— বর্তমান স্ত্রী প্রিয়া কপূর ও প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূর।
সঞ্জয়ের মা আগেই অভিযোগ করেছেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও রকম আর্থিক লেনদেন করতে পারছেন না। এ বার শোনা যাচ্ছে, প্রাক্তন স্ত্রী করিশ্মাও ৩০,০০০ কোটি টাকার সম্পত্তিতে অংশীদারিত্ব দাবি করেছেন। কিন্তু এই বিষয়ে কোনও বিবৃতি মেলেনি করিশ্মার তরফে। সঞ্জয়ের মৃত্যুর পরই শোনা যাচ্ছিল তাঁর কোম্পানী সোনা কমস্টারের দায়িত্ব আসতে পারে সঞ্জয় করিশ্মার মেয়ে সামাইরা কপূরের হাতে। কিন্তু তেমনটা হয়নি বরং বর্তমান স্ত্রী প্রিয় কপূরই সবটা দেখভাল করছেন। কারণ প্রিয়া সঞ্জয়ের দুই সন্তান এখনও অনেকটা ছোট। এ দিকে করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর সামাইরা ও কিয়ানের পড়াশোনার জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে রেখেছিলেন সঞ্জয়। কী হবে সেই সম্পত্তির, রয়েছে ধন্দ।