আরাধ্যার জন্মদিনে প্রথম উইশ করলেন কে?

দেখতে দেখতে চার বছরে পা রাখল দেশের সব চেয়ে ছোট সেলিব্রিটি আরাধ্যা বচ্চন। তাকে ঘিরে আজ উত্সবের মেজাজ বচ্চন পরিবারে। জন্মদিনে প্রথম উইশ করেছেন বাবা অভিষেক বচ্চন। ফেসবুকে আরাধ্যার একটি স্কেচ শেয়ার করে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মাই লিটিল অ্যাঞ্জেল’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১২:৫৯
Share:

দেখতে দেখতে চার বছরে পা রাখল দেশের সব চেয়ে ছোট সেলিব্রিটি আরাধ্যা বচ্চন। তাকে ঘিরে আজ উত্সবের মেজাজ বচ্চন পরিবারে। জন্মদিনে প্রথম উইশ করেছেন বাবা অভিষেক বচ্চন। ফেসবুকে আরাধ্যার একটি স্কেচ শেয়ার করে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মাই লিটিল অ্যাঞ্জেল’। প্রথম জন্মদিনে মেয়েকে বিএমডব্লিউ মিনি কুপার উপহার দিয়েছিলেন তিনি। তবে এ বারের উপহারটা এখনও সারপ্রাইজ। সন্ধ্যে হলেই মেয়ের হাতে তুলে দেবেন। জন্মদিনের অনুষ্ঠানে যে তেমন জাঁকজমক থাকবে না, আগেই জানিয়েছিল বচ্চন পরিবার। “শুধু কাছের আত্মীয়রাই থাকছেন, আর আমার বাবা-মা”, বলেছিলেন ঐশ্বর্যা।

Advertisement

“সময় যেন ছুটছে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল আরাধ্যার”, স্মৃতিতে ভাসছেন ঐশ্বর্যা। একই কথার রেশ অভিষেকের মুখেও, “সব সন্তানেই বাবা-মায়ের কাছে খুব স্পেশ্যাল। এতটা সময় মেয়ের সঙ্গে কাটানো, তার দেখাশোনা করা দারুণ অভিজ্ঞতা।”

এই স্কেচই শেয়ার করছেন অভিষেক বচ্চন। ছবি: ফেসবুকের সৌজন্যে।

Advertisement

আরাধ্যার জন্মের পর কখনও লন্ডনে মেয়েকে নিয়ে কেনাকাটায় ব্যস্ত ঐশ্বর্যা, কখনও বা শিকাগো বিমানবন্দর থেকে বেরোনোর পথে ক্যামেরাবন্দি মা-মেয়ে। কিন্তু কখনওই সরাসরি মুখ দেখা যায়নি তার। তাকে প্রথম দেখা যায় ২০১২-তে ঐশ্বর্যার জন্মদিনে। এখনও মিডিয়া থেকে আরাধ্যাকে বেশ আড়ালেই রাখেন বচ্চনরা। সব মিলিয়ে কেমন করে কাটবে তার জন্মদিন? বলিউডের একাংশ বলছে, সবটাই থাকবে কঠিন নিরাপত্তার বে়ড়াজালে।

দেখুন গ্যালারি, জন্মদিনে ফ্রেমবন্দি আরাধ্যা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement