Whatsapp New Feature

হোয়াট্‌সঅ্যাপে অবাঞ্ছিত মেসেজে বিরক্ত? নীরবে গ্রুপ থেকে বেরিয়ে যান, টের পাবে না কেউ, এল নয়া ফিচার

গ্রুপ ছাড়তে চাইছেন, অথচ কেউ জানতে পারুক, সেটা চান না। পাঁচকান না করেই গ্রুপ থেকে বেরিয়ে যান নিঃশব্দে, কী ভাবে, জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১১:৫১
Share:

কেউ জানতে পারবে না আপনি গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন, কী ভাবে করবেন? ফাইল চিত্র।

হোয়াট্‌সঅ্যাপে নিশ্চয়ই অসংখ্য গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপেই দিনভর মেসেজ আসতেই থাকে। দফায় দফায় নোটিফিকেশনে আপনি তিতিবিরক্ত। এ দিকে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়াও শোভন মনে হচ্ছে না আপনার। বিশেষ করে বন্ধুদের বা আত্মীয়-পরিজনদের নিয়ে গ্রুপ হলে, সেখান থেকে চট করে ‘এগজ়িট’ করাও যায় না। আর যদিও বা আপনি গ্রুপ ছেড়ে বেরোলেন, তৎক্ষণাৎ গ্রুপ মেসেজে ফলাও করে সেই বার্তা চলে যাবে। নোটিফিকেশনে বাকিরা বুঝে যাবেন যে আপনি গ্রুপ ছেড়েছেন। এই জানাজানির ব্যাপারটা যদি পছন্দ না হয়, তা হলে নিঃশব্দে সকলের চোখের আড়ালেই গ্রুপ থেকে বেরোতে পারেন। সে ব্যবস্থা করে দিয়েছে হোয়াট্‌সঅ্যাপ।

Advertisement

নিত্যনতুন ফিচার প্রায়ই নিয়ে আসে হোয়াট্‌সঅ্যাপ। এ বার মেটা অধিকৃত এই মেসেজিং প্ল্যাটফর্ম গ্রাহকদের আরও সুবিধা দিতে গ্রুপ ফিচারে ছোট্ট বদল এনেছে। গ্রুপের সদস্যদের না জানিয়েও সেখান থেকে অবলীলায় বেরিয়ে আসতে পারবেন। আপনি যে গ্রুপ ছেড়েছেন, তা জানতে পারবেন কেবল সেই গ্রুপের ‘অ্যাডমিন’। সকলের অগোচরে যদি গ্রুপ ছেড়ে বেরোতে হয়, তা হলে সেই পদ্ধতি জেনে রাখা ভাল।

কী ভাবে নীরবে গ্রুপ থেকে বেরোবেন?

Advertisement

১) হোয়াট্‌সঅ্যাপ খুলুন। আপনার অ্যাকাউন্টটি আপডেট করে নিন।

২) যে গ্রুপ থেকে বেরোতে চাইছেন, সেটিতে যান।

৩) গ্রুপের নামের উপরে ‘ট্যাপ’ করুন। তা হলে দেখতে পাবেন ‘গ্রুপ ইনফো’।

৪) স্ক্রল করে আরও নীচে যান। দেখতে পাবেন ‘এগজ়িট গ্রুপ’ অপশন।

৫) সেখানে ‘ট্যাপ’ করুন। একটি পপ-আপ ভেসে উঠবে, যে আপনি সত্যিই গ্রুপ থেকে বেরোতে চাইছেন কি না।

৬) এ বারে গ্রুপ ছাড়ার অপশনটি ক্লিক করুন।

৭) একমাত্র অ্যাডমিন ছাড়া বাকি সদস্যেরা জানতেই পারবেন না যে, আপনি আর গ্রুপটিতে নেই।

কিছু দিন আগেই মেটা অধিকৃত এই মেসেজিং প্ল্যাটফর্ম গ্রাহকদের আরও সুবিধা দিতে এনেছিল ‘কাস্টম চ্যাট লিস্ট’। পছন্দমতো হোয়াট্‌সঅ্যাপের কোনও গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনও কথোপকথন বাছাই করে চোখের সামনে রাখা যাবে। এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার দরকার পড়বে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement