আড়াল থেকে আরাধ্যার নাচ দেখলেন অমিতাভ!

স্টাইল হোক বা ম্যানারিজম— দাদুকে ফলো করে গোটা বিনোদন জগত্। এ বার সেই পথেই হয়ত হাঁটবে বেবি বচ্চনও। এই দাদু-নাতনি জুটি হল অমিতাভ এবং আরাধ্যার। কেন বলুন তো?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৫
Share:

স্টাইল হোক বা ম্যানারিজম— দাদুকে ফলো করে গোটা বিনোদন জগত্। এ বার সেই পথেই হয়ত হাঁটবে বেবি বচ্চনও। এই দাদু-নাতনি জুটি হল অমিতাভ এবং আরাধ্যার।

Advertisement

কেন বলুন তো?

বয়স মাত্র চার। এর মধ্যেই টিভি দেখে দাদুর নাচের স্টেপ নকল করতে শিখেছে আরাধ্যা। মাঝেমধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনমনে নাকি কোমর দোলায় সে! সম্প্রতি আরাধ্যাকে নিয়ে ঘরোয়া আলাপচারিতায় অমিতাভ বললেন, ‘‘আরাধ্যা আমাকে টিভিতে দেখতে বেশ পছন্দ করে। খুব মিষ্টিভাবে আমার নাচ ফলো করে ও। আমি এটা আড়াল থেকে দেখেছি।’’

Advertisement

কী ভাবছেন, বাবা-মা, দাদু বা ঠাকুমার মতো এ বার আরাধ্যাও চলে আসবে সিলভার স্ক্রিনে? ফিল্মি পরিবারের সদস্য বলেই যে আরাধ্যাকে অভিনয় করতে হবে, এমন কোনও আশা বচ্চন পরিবারের নেই। তবে নিজের ইচ্ছেয় নাতনি অভিনয় করতে চাইলে তাকে বাধা দেওয়া হবে না বলেই জানিয়েছন বিগ বি।

আরও পড়ুন

জুটি বাঁধতে পারে আরাধ্যা-আব্রাম!

ঐশ্বর্যার ‘জজবা’তে সাহায্য করেছে আরাধ্যা!

ঐশ্বর্যার সঙ্গে শুটিংয়ে জখম আরাধ্যা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement