নীতি-পুলিশের বিরুদ্ধে সরব অভয় দেওল

মুম্বই পুলিশের কার্যকলাপ নিয়ে এ বার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা অভয় দেওল। সম্প্রতি মুম্বইয়ের মাড আইল্যান্ডের একটি হোটেলে ‘রেড’ করে মুম্বই পুলিশ। সেখান থেকে বেশ কিছু অল্পবয়সী তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

মুম্বই পুলিশের কার্যকলাপ নিয়ে এ বার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা অভয় দেওল। সম্প্রতি মুম্বইয়ের মাড আইল্যান্ডের একটি হোটেলে ‘রেড’ করে মুম্বই পুলিশ। সেখান থেকে বেশ কিছু অল্পবয়সী তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়। যেভাবে প্রকাশ্যে অপদস্থ করা হয় তাঁদের, তা নিয়েই নিজের ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভয়। এই নীতি-পুলিশের বিরুদ্ধেই সরব হন তিনি। একই সঙ্গে বিস্ময় প্রকাশ করে জানান, এখনও এ দেশে যৌন-স্বাধীনতার সংজ্ঞা নিয়ে বৈষম্য রয়েছে। যেভাবে পুলিশ, প্রকৃত অর্থে কোনও অপরাধ না-করা সত্ত্বেও অল্প বয়সীদের নিগ্রহ করছে তাকে এক কথায় ‘অশালীন’ বলে ব্যাখ্যা করেছেন অভয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন