Entertainment News

‘কুৎসিত মেয়েরাই অভিযোগ করে,’ #মিটু-র কাঠগড়ায় দাঁড়িয়ে এ কী বললেন অভিজিৎ!

‘#মিটু’ ঝড়ে যখন কুপোকাত বলিউড, ঠিক তখনই যৌন হেনস্থার অভিযোগ উঠল গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দিকেও। অভিযোগ করলেন এক বিমানসেবিকা। আর সেই অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে গায়ক বললেন, ‘‘মোটা আর কুৎসিত দেখতে মহিলারাই এই ধরনের অভিযোগ সচরাচর করে থাকেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১০:৪৬
Share:

অভিজিৎ

‘#মিটু’ ঝড়ে যখন তোলপাড় বলিউড, ঠিক তখনই যৌন হেনস্থার অভিযোগ উঠল গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দিকেও। অভিযোগ করলেন এক বিমানসেবিকা। আর সেই অভিযোগের উত্তর দিতে গিয়ে আরও এক প্রস্ত বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিজিত। ওই বিমানসেবিকার অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে গায়ক বললেন, ‘‘মোটা আর কুৎসিত দেখতে মহিলারাই এই ধরনের অভিযোগ সচরাচর করে থাকেন।’’

Advertisement

ওই বিমানসেবিকার দাবি, ‘‘অভিজিত্ জোর করে আমায় চুমু খাওয়ার চেষ্টা করছিল। আমার বাঁ কানে বার বার খোঁচাচ্ছিল।’’ ২০ বছর আগে কলকাতার একটি পাবে ঘটনাটি ঘটেছিল বলে দাবি করেছেন ওই বিমানসেবিকা। সেই অভিযোগকে অবশ্য একেবারেই উড়িয়ে দিয়েছেন অভিজিৎ।সঙ্গে ব্যঙ্গ করে বলছেন, ‘‘সে সময় তো আমার জন্মই হয়নি!’’

আলটপকা মন্তব্যের জন্য তিনি কুখ্যাত। কখনও পড়শি মহিলাকে কুকথা তো আবার কখনও শাহরুখ খানকে খোঁচা। আর বিতর্কিত মন্তব্যের কারণে বেশ কয়েকবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। তবে এ বার যেন শালীনতার সমস্ত মাত্রাই ছাপিয়ে গেলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

Advertisement

আরও পড়ুন: জোর করে চুমু খেয়ে অভিজিৎ বলল, কী ভাব আমাকে! # মিটু বিতর্কে অভিযোগ বিমানসেবিকার

গায়কের কথায়, ‘‘বিষয়টা আমি ফোনে একজনের কাছ থেকে জানতে পারি। সে সময়ে তো আমার জন্মই হয়নি। আর আমার গোটা জীবনে এক দিনের জন্যও আমি পাবে যাইনি। আমি ফিল্মি পার্টিতে গিয়েছি— এরকম কোনও ছবি পেজ থ্রিতে দেখতে পাবেন না। আমার নামটা আসলে বিক্রি হয়। আর তাতে যদি কারও লাভ হয়, তা হলে আমার সমস্যা নেই। মানে, আমার নাম ভাঙিয়ে কারও যদি খাবারের সংস্থানটা হয়ে যায়, তাহলে ঠিক আছে।’’

আরও পড়ুন: ধর্ষণের কাঠগড়ায় এ বার ‘সংস্কারি’ অলোক নাথ, ফেসবুকে বিস্ফোরক পোস্ট বিনতা নন্দার

অভিযোগকারিণীর এ হেন অভিযোগকে গুরুত্ব দিতেই নারাজ অভিজিৎ। তাঁর কথায়, ‘‘আমি সত্যিই জানি না কার বিরুদ্ধে আমার ব্যবস্থা নেওয়া উচিত। আর ওই মহিলাকে আমি গুরুত্ব দিতেই বা যাব কেন? যে সমস্ত মানুষে এখন এই বিষয়টা নিয়ে সরব হচ্ছেন, আদতে তাঁরা নোংরা এবং কুৎসিত। কোই মোটা হ্যয়, কোই পাতলা হ্যয়! শুধুমাত্র মিডিয়ার নজরে থাকার জন্যই এই কথাগুলো বলছেন তাঁরা। বেশিরভাগ ক্ষেত্রে মোটা এবং কুৎসিত মহিলারাই এমন অভিযোগ সচরাচর করে থাকেন। আর সেই সময়ে তো আমি জন্মাইনি, তাই কোনও প্রশ্নই ওঠে না।”

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement