সলমন কি অনুরাগকে তোষামোদ করছেন? ছবি: সংগৃহীত।
সলমন খানের এ বার হাঁটু গেড়ে ভিক্ষা চাওয়ার সময় এসেছে, দাবি করলেন অভিনব কাশ্যপ। গত কয়েক দিনে একাধিক সাক্ষাৎকারে বলিউডের ভাইজানকে কটাক্ষ করেছেন তিনি। এমনকি ‘গুন্ডা’ বলেও আক্রমণ করেছেন। তবে এত কিছুর পরেও সলমন কোনও প্রতিক্রিয়া দেননি। উপরন্তু অভিনবের ভাই অনুরাগ কাশ্যপের ছবি ‘নিশানচী’র প্রশংসা করেছেন তিনি।
সলমন তাঁর ভাইয়ের ছবির প্রশংসা করেছেন শুনে নতুন করে আক্রমণ করেছেন অভিনব। তাঁর মতে, বলি তারকা নাকি ইচ্ছে করে তৈলমর্দন করার চেষ্টা করছেন। অভিনব বলেছেন, “সলমনের ভাগ্যেই লেখা রয়েছে, ও এখন আমাদের তোষামোদ করবে। আমি একটা সাক্ষাৎকারে ওকে ‘গুন্ডা’ বলেছিলাম। এখন ও দেখাচ্ছে, ও আমাদের বিরাট প্রশংসক।” ‘তেরে নাম’ ছবি প্রথমে অনুরাগের পরিচালনা করার কথা ছিল। তাই অভিনব বলেছেন, “একসময় ‘তেরে নাম’ ছবিতে অনুরাগকে খুব জ্বালিয়েছিল। অনুরাগই ওই ছবি ছেড়ে দিয়েছিল। সলমন ওকে বার করতে পারেনি। আর এখন অনুরাগের প্রশংসা করছে। খুব শীঘ্রই হাঁটু গেড়ে ভিক্ষা চাইবে সলমন।”
সলমন নাকি ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন তাঁর, এই অভিযোগও করেছেন অভিনব। তাঁর কথায়, “হোয়াটস্অ্যাপে আমার কাছে একটা বিজ্ঞাপন আসে। বুর্জ খলিফার ৫০ তলায় একটি ফ্ল্যাট রয়েছে। দাম জানার জন্য যোগাযোগ করতে বলা হয়। এই ভাবে আমাকে চুপ করানো যাবে বলে উনি মনে করছেন। এই জন্যই এখন অনুরাগের ছবির প্রশংসা করে চামচাগিরি করছেন। আমি সবটাই বুঝতে পারছি।”