Shah Rukh Khan

‘শাহরুখ ভারতে কী করছেন? এ বার উনি দেশ ছাড়ুন’, বাদশাকে কড়া ভাষায় কে আক্রমণ করলেন?

মুম্বইয়ে শাহরুখের বাড়ির নাম ‘মন্নত’। দুবাইয়েও তাঁর একটি বিলাসবহুল বাসস্থান রয়েছে। সেই বাড়ির নাম ‘জন্নত’। এই দুই নামের অর্থগত বিশ্লেষণ করেছেন অভিনব কাশ্যপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৫:০৭
Share:

শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ। ছবি: সংগৃহীত।

সলমন খানকে নিয়ে একের পরে এক বিস্ফোরক দাবি করেছিলেন। এ বার অভিনব কাশ্যপের নিশানায় শাহরুখ খান। তাঁর দাবি, দেশ ছেড়ে চলে যাওয়া উচিত শাহরুখের। কিন্তু কেন এমন বিতর্কিত দাবি অনুরাগ কাশ্যপের ভাইয়ের?

Advertisement

মুম্বইয়ে শাহরুখের বাড়ির নাম ‘মন্নত’। দুবাইয়েও তাঁর একটি বিলাসবহুল বাসস্থান রয়েছে। সেই বাড়ির নাম ‘জন্নত’। এই দুই নামের বিশ্লেষণ করে অভিনবের দাবি, দেশ ছে়ড়ে এ বার দুবাইয়ে গিয়েই থিতু হওয়া উচিত শাহরুখের।

অভিনব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম ‘জন্নত’। আর মুম্বইয়ের বাড়ির নাম ‘মন্নত’। এর অর্থ কী? অর্থাৎ এই দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। এই দেশে থেকে চাহিদার কোনও শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জন্নত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তা হলে ভারতে আপনি কী করছেন?”

Advertisement

আরিয়ানের প্রসঙ্গ টেনে এনে অভিনব বলেন, “শাহরুখের ছবিতে সংলাপ রয়েছে, ‘ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো।’ এই ধরনের মানুষকে কী বলব? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে ওঁরা প্রাসাদ বানিয়েছেন। আমাদের কী যায় আসে ওঁদের সম্পত্তির পরিমাণ দিয়ে? ওঁরা কি আমাদের খেতে দেন? শাহরুখ নিঃসন্দেহে খুব ভাল কথা বলেন। কিন্তু ওঁর উদ্দেশ্যও মোটেই ভাল নয়।”

অভিনবের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন শাহরুখের অনুরাগীরা। তাঁদের দাবি, কোনও কাজ না পেয়ে অভিনব তারকাদের আক্রমণ করে চলেছেন।

এর আগে সলমন খানকে আক্রমণ করেছিলেন অভিনব। তিনি দাবি করেছিলেন, সলমনের পরিবারের কেউ স্বাভাবিক মানুষ নয়। তাঁরা প্রত্যেকে অপরাধজগতের সঙ্গে জড়িত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement