Bollywood Scoop

ঐশ্বর্যার ঘর ভাঙার চেষ্টা করছেন বলে অভিযোগ, সেই নিমরতের সঙ্গেই ফের ফ্রেমবন্দি অভিষেক!

একটা দীর্ঘ সময় নিমরত ও অভিষেককে নিয়ে জল্পনা চলে। যদিও স্ত্রী ঐশ্বর্যার সঙ্গে সব কিছু ঠিক আছে বলেই আভাস দিয়েছিলেন। এর মধ্যে নিমরতের সঙ্গে ফের এক ফ্রেমে অভিষেক!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৯:২৬
Share:

নিমরতকে নিয়ে কী বললেন অভিষেক? ছবি: সংগৃহীত।

২০২২ সালে ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত কৌর। সেই সময় অভিষেক ও ঐশ্বর্যার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। অবাক নিমরত বলেছিলেন, “১৫ বছর!” অভিষেক মন্তব্য করেন, “হ্যাঁ, দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” নিমরত উত্তর দেন, “অসাধারণ!” তার পর থেকে নিমরতের সঙ্গে অভিষেকের পরকীয়ার খবর ছড়ায়। ২০২৩ সালে শোনা যায়, বাড়ি ছেড়ে নাকি বেরিয়ে যান ঐশ্বর্যা। বছর দুয়েক টানা তাঁদের বিবাহবিচ্ছেদের খবর রটে। যদিও সেই জল্পনায় জল ঢেলেছেন অভিষেক। তার পর আবার সেই নিমরতের ‘সঙ্গেই’ অভিষেক!

Advertisement

একটা দীর্ঘ সময় নিমরত ও অভিষেককে নিয়ে জল্পনা হয়। যদিও স্ত্রী ঐশ্বর্যার সঙ্গে সব কিছু ঠিক আছে বলেই আভাস দিয়েছিলেন। এমনকি, অভিনেতা এও জানিয়েছেন, স্ত্রীর কথামতো তিনি কোনও নেতিবাচক মন্তব্যে কান দেন না। এ বার ফের এক সঙ্গে নিমরত-অভিষেক। অভিনেতার আসন্ন ছবি ‘কালীধর লাপতা’তে দেখা যাবে অভিষেককে। ক্যামিও চরিত্রে রয়েছেন নিমরত। অভিনেতা জানান, এই ছবিতে নিমরতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। আগামী ৪ জুলাই জ়ি-ফাইভে মুক্তি পাবে ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement