Entertainment News

ঐশ্বর্যা অসুস্থ, রক্তচাপ পরীক্ষা করলেন অভিষেক!

অসুস্থ ঐশ্বর্যা রাই বচ্চন। শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই মুহূর্তে সেখানে কোনও চিকিত্সক না থাকায় বাধ্য হয়ে হাল ধরেন অভিষেক বচ্চন। কানে স্টেথোস্কোপ লাগিয়ে প্রেশার মাপতে শুরু করেন ঐশ্বর্যার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৮
Share:

অভিষেকের শেয়ার করা সেই ছবি। ইনস্টাগ্রামের সৌজন্যে।

অসুস্থ ঐশ্বর্যা রাই বচ্চন। শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই মুহূর্তে সেখানে কোনও চিকিত্সক না থাকায় বাধ্য হয়ে হাল ধরেন অভিষেক বচ্চন। কানে স্টেথোস্কোপ লাগিয়ে প্রেশার মাপতে শুরু করেন ঐশ্বর্যার। এ সবই হয়েছে। তবে আজ থেকে ন’বছর আগে। ‘রাবণ’ ছবির সেটে। গতকাল সেই পুরনো ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেক।

Advertisement

আরও পড়ুন, অভিষেক শেয়ার করলেন বচ্চনদের পারিবারিক মুহূর্তের ছবি

সূত্রের খবর, ‘রাবণ’-এর শুটিং চলাকালীন ঐশ্বর্যার ব্লাড প্রেশার হঠাত্ বেড়ে যায়। দ্রুত চিকিত্সককে খবর দেওয়া হয়। কিন্তু তিনি পৌঁছনোর আগে অভিষেক নিজেই ঐশ্বর্যার রক্তচাপ পরীক্ষা করেন। সেই ছবিই ফ্রেমবন্দি করেন ওই সিনেমার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি। পরে সেই ছবি নিজের সংগ্রহে রেখে দেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করার পর বি-টাউনের একটা বড় অংশের মতে, বাড়িতে হোক বা বাইরে, অভিষেক যে ঐশ্বর্যার বিশেষ খেয়াল রাখেন এ যেন তারই প্রমাণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement