Entertainment News

বাবাকে মিস করতে করতে কী করল আরাধ্যা?

দু’মাস পর বাড়ি ফেরার পর আরাধ্যার তরফে অভিষেকের জন্য অপেক্ষা করছিল একটা সারপ্রাইজ। জানেন, সেটা কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১৯:০৩
Share:

বাবার সঙ্গে মেয়ে। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

অভিষেক বচ্চন ব্যস্ত ছিলেন। ব্যস্ততা তাঁর পরের ছবি ‘মনমরজিয়া’ নিয়ে। সে কারণেই তাঁকে খুব মিস করছিল আরাধ্যা। তবে দু’মাস পর বাড়ি ফেরার পর আরাধ্যার তরফে অভিষেকের জন্য অপেক্ষা করছিল একটা সারপ্রাইজ। জানেন, সেটা কী?

Advertisement

দু’মাস পরে অফিস ঢুকে অভিষেক দেখেন, তাঁর ল্যাপটপের পাশে একটি নোট রাখা রয়েছে। সেখানে আরাধ্যা লিখেছে, ‘আই লভ ইউ পাপা’।

আরাধ্যার এই মেসেজ পেয়ে অভিভূত হয়ে পড়েন অভিষেক। ওই মেসেজের একটি ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন, মেয়েকে তিনি মিস করেছেন। তবে কাজ তো করতেই হবে। এ সবের মধ্যেও মেয়ের পাঠানো নোট তাঁর মন ছুঁয়ে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন, ‘গুপ্তধনের সন্ধানে’র আসল গুপ্তধন কী জানেন?

‘মনমরজিয়া’তে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করছেন অভিষেক। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে চলতি বছরের সেপ্টেম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement