Amir Khan

অভিষেকের অনুরোধ

আমিরের উদ্দেশে বলেন, ‘‘যদি আবার ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পাই, তা হলে ওর সঙ্গে অভিনয় করব না। বরং ওর পরিচালনায় অভিনয় করতে চাই।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ০০:০৭
Share:

আমিরের পরিচালনায় কাজ করতে চান অভিষেক।

সম্প্রতি ‘ধুম থ্রি’ ছবিটি নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিষেক বচ্চন। সেখানে ছবির শুটিংয়ের একটি মুহূর্ত শেয়ার করেছেন অভিনেতা। আমির খানের সঙ্গে ওই ছবির শুটিংয়ে কত মজা করেছেন সে সব স্মৃতিও লিখেছেন পোস্টে। শিকাগোর সিক্স ফ্ল্যাগ অ্যামিউজ়মেন্ট পার্কে তাঁদের শুটের মাঝে ছোট্ট ব্রেকে তিনি আর আমির কী ভাবে বাচ্চাদের মতো ছুটে চলে যেতেন রোলারকোস্টারের দিকে, একটা রাইডের জন্য অনুরোধ করতেন, সে সব কথাই মনে পড়ছে অভিষেকের।

Advertisement

পুরনো দিনের কথার মাঝেই তিনি আমিরের উদ্দেশে বলেন, ‘‘এই ‘ধুম থ্রি’ ছবিটা আমায় আমিরের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছিল। আমি যদি আবার ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পাই, তা হলে ওর সঙ্গে অভিনয় করব না। বরং ওর পরিচালনায় অভিনয় করতে চাই। তাই আমির, যদি এই পোস্ট পড়ে থাকেন, তা হলে আমার অনুরোধ মাথায় রাখবেন।’’

মিস্টার পারফেকশনিস্টের কাজের ভক্তসংখ্যা কম নয়। ক’দিন আগে আয়ুষ্মান খুরানাও স্বীকার করেছিলেন যে, আমিরের পরামর্শ মেনেই তিনি স্ক্রিপ্ট পড়ে ছবি বাছেন। ওপেন ফোরামে অভিষেক এই অনুরোধ করলেও তার কোনও উত্তর দেননি অভিনেতা। ভবিষ্যতে এমন কিছু হয় কি না, সেটাই দেখার অপেক্ষা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন