Abir Chatterjee

Abir Chatterjee: সকালে মায়ের হাতের পায়েসে, বিকেলে শ্বশুরবাড়িতে ভুরিভোজ, জমিয়ে জন্মদিন আবীরের

‘সোনাদা’র জন্মদিন বলে কথা! এত সাধারণ ভাবে কি আর কাটে! মহিলা ভক্তকুল জন্মদিনের ঢের আগে থেকেই দিন গোনা শুরু করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৩:১৭
Share:

‘সোনাদা’র জন্মদিন বলে কথা!

জন্মদিনে একেবারে খোশমেজাজে। বাড়িতেই থাকছেন ‘ব্যোমকেশ’। আনন্দবাজার অনলাইনের শুভেচ্ছা পেয়ে আবীর চট্টোপাধ্যায় বললেন, “এই জন্মদিনে কোনও ভাবেই বাইরে খাওয়াদাওয়ার পরিকল্পনা নেই। মুম্বইয়ে ওয়েব সিরিজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। সারাক্ষণই বাইরে খেতে হয়।” এ বার তাই সকালে মায়ের হাতের পায়েস, সন্ধেয় মেয়ে-বউকে নিয়ে শ্বশুরবাড়িতে জমিয়ে ভুরিভোজ।

কিন্তু ‘সোনাদা’র জন্মদিন বলে কথা! এত সাধারণ ভাবে কি আর কাটে! মহিলা ভক্তকুল জন্মদিনের ঢের আগে থেকেই দিন গোনা শুরু করেছিলেন। বুধবার রাত থেকেই শুভেচ্ছার সঙ্গে এসেছে ভালবাসার প্রস্তাব! সে প্রসঙ্গ তুলতেই জন্মদিনের হাসি হাসলেন নায়ক। বললেন, “ইন্ডাস্ট্রিতে আমরা যে কাজ করি, তার জন্য যে নানা ধরনের ভালবাসা, তার স্বাদই আলাদা। বেশ মিষ্টি।”

Advertisement

সকালে মায়ের হাতের পায়েস, সন্ধেয় মেয়ে-বউকে নিয়ে শ্বশুরবাড়িতে জমিয়ে ভুরিভোজ করবেন আবীর।

স্ত্রী নন্দিনী কী উপহার দিলেন? আবীর এ বার লজ্জায় রাঙা। বললেন, “এখন তো আগের মতো সেই ব্যাপারটা আর নেই যে, জন্মদিনে বিরাট কিছু দিতে হবে! বাড়ির লোককে বলেই দিয়েছি প্রয়োজনের জিনিস উপহার দিতে।”

মেয়ে ময়ূরাক্ষী অবশ্য জন্মদিনেও বাবাকে বাড়তি পাত্তা দিতে নারাজ। তবে পায়েসে ভাগ বসাতে ছাড়েনি।

কাজের মাঝেই ছোট্ট বিরতি নিয়ে বাড়ি ফিরেছিলেন। পরিবারের সঙ্গে বিশেষ দিনটা কাটিয়ে ফের উড়ে যাবেন মুম্বই। ওয়েব সিরিজের ব্যস্ত রুটিনে দিন কাটবে আবীরের। আর প্রতীক্ষা থাকবে ঘরে ফেরার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement