gets matching like SRK

বাবার মতো

বাবা যে তার আইডল, সেটা বেশ বোঝা যাচ্ছে। তাই ঠিক শাহরুখ খানের মতো করেই ট্যাটু করিয়ে ফেলেছে আব্রাম। যদিও সেটা মোটেই আসল নয়। রাজকোটে গুজরাত লায়ন্সের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে শাহরুখের সঙ্গী হয়েছিল আব্রাম।

Advertisement
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০১:৩৫
Share:

বাবা যে তার আইডল, সেটা বেশ বোঝা যাচ্ছে। তাই ঠিক শাহরুখ খানের মতো করেই ট্যাটু করিয়ে ফেলেছে আব্রাম। যদিও সেটা মোটেই আসল নয়। রাজকোটে গুজরাত লায়ন্সের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে শাহরুখের সঙ্গী হয়েছিল আব্রাম। গ্যালারিতে বাবার সঙ্গে বসে, নাইটদের তুমুল উৎসাহ দিয়ে যায় সেও। তখনই দেখা যায়, ইমতিয়াজ আলির ছবির জন্য শাহরুখ তাঁর বুকের ডান দিকে যে রকম ট্যাটু করিয়েছেন, আব্রাম ঠিক তেমনই স্টাইল নকল করেছে। এ বার থেকে আব্রামের স্টাইল স্টেটমেন্টেও নজর থাকবে সকলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement