Entertainment News

‘চিত্রভারতী’ ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হল ‘অব্যক্ত’

এ ছবি বলবে মা, ছেলের গল্প। শোনাবে বিভিন্ন সম্পর্কের টানাপড়েনের কাহিনি। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ছেলের চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ২০:০৩
Share:

ছবির শুটিংয়ে অর্পিতা।

শর্ট ফিল্ম তৈরির অভিজ্ঞতা ছিল অর্জুন দত্তর। ‘অব্যক্ত’ দিয়েই পরিচালক হিসেবে ফিচার ফিল্মে তাঁর হাতেখড়ি। মুক্তির আগেই সে ছবির মুকুটে একের পর এক যোগ হচ্ছে নতুন পালক। এ বার মুম্বইয়ে আয়োজিত ‘চিত্রভারতী, সেভেন্থ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ মনোনীত হল এই ছবি। দেখানো হবে আগামী ১৫মে।

Advertisement

এই খবরে স্বভাবতই খুশি গোটা টিম। অর্জুন বললেন, ‘‘খুব ভাল লাগছে। এ বার রিলিজের প্ল্যান করছি। দর্শকদের ভার্ডিক্টই শেষ কথা। মা-ছেলের গল্প তো। আশা করি সকলের ভাল লাগবে।’’

এ ছবি বলবে মা, ছেলের গল্প। শোনাবে বিভিন্ন সম্পর্কের টানাপড়েনের কাহিনি। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ছেলের চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। এ ছাড়া আদিল হোসেন, খেয়া চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয় দেখার সুযোগ মিলবে এই ছবিতে।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

ছবির এমন নাম দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে অর্জুন আগেই বলেছিলেন, ‘‘আসলে অনেক সম্পর্কের নাম হয় না। অনেক সময় ব্যক্ত হয়েও অব্যক্ত থেকে যায়। এ ছবিতে পাস্ট অ্যান্ড প্রেজেন্টতে ব্লেন্ড করা হয়েছে। সে কারণেই এমন নাম।’’

আরও পড়ুন, দেবকে বিশেষ একটি কারণে ‘ভালবাসি’ বলেছেন রুক্মিণী!

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন