জয়াকে ‘অস্থিরমতি’ বললেন অমিতাভ!

জয়া বচ্চন নাকি ‘অস্থিরমতি’! আর এ কথা নাকি মনে করেন স্বয়ং অমিতাভ বচ্চন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ১৩:৪৪
Share:

জয়া বচ্চন নাকি ‘অস্থিরমতি’!

Advertisement

আর এ কথা নাকি মনে করেন স্বয়ং অমিতাভ বচ্চন!

এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন সমাজবাদী পার্টির নেতা অমর সিংহ।

Advertisement

বিষয়টা ঠিক কী?

একদা বচ্চন পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অমরকে সম্প্রতি পানামা পেপার্স বিষয়ে অমিতাভের নাম জড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনেই অমর উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন, ‘‘অমিতাভ বচ্চনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। অমিতাভ একবার আমাকে বলেছিলেন, জয়াকে রাজনীতিতে নিয়ে আসা বুদ্ধিমানের কাজ হবে না। কেননা জয়া অত্যন্ত অস্থিরমতি। নিজের বিশ্বাসে স্থির থাকতেও পারেন না। পরে জয়ার হয়ে অমিতাভ আমার কাছে ক্ষমাও চেয়েছিলেন। পরে এ নিয়ে অনিল অম্বানির বাড়িতে একটা ডিনারে অমিতাভের সঙ্গে আমার তীব্র বাদানুবাদ হয়। পানামা পেপার্স নিয়ে কোনও প্রশ্ন থাকলে দয়া করে অরুণ জেটলিকে জিজ্ঞাসা করুন। আমার সামনে বচ্চনদের নামও উচ্চারণ করবেন না।’’

আরও পড়ুন—মুক্তি পেল ‘তিন’-এর প্রথম পোস্টার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement