Entertainment News

গুগ্‌লের বিচারে বর্ষসেরা গানের শিরোপা পেল ‘সাহোরে বাহুবলী’

বিশ্বজুড়ে ব্যবসায় ঝড় তোলার পর এবার সেরা গানের শিরোপা ‘বাহুবলী কনক্লুশন’-এর জিম্মায়। খোদ গুগ্‌লের তরফে জানানো হয়েছে যে চলতি বছরে ভারতীয়দের সবচেয়ে পছন্দের গান ‘সাহোরে বাহুবলী’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ১১:০৯
Share:

সেরার সেরা ‘সাহোরে বাহুবলী’। ছবি সৌজন্যে ইউটিউব।

সিনেমা তো নিঃসন্দেহে হিট। সেই সঙ্গে গানগুলোও যে দেশবাসীর বেজায় পছন্দের তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

Advertisement

বিশ্বজুড়ে ব্যবসায় ঝড় তোলার পর এবার সেরা গানের শিরোপা ‘বাহুবলী কনক্লুশন’-এর জিম্মায়। খোদ গুগ্‌লের তরফে জানানো হয়েছে যে চলতি বছরে ভারতীয়দের সবচেয়ে পছন্দের গান ‘সাহোরে বাহুবলী’।

সম্প্রতি ২০১৭ সালের সবথেকে জনপ্রিয় বই, অ্যাপস, গেমস, সিনেমা, টিভি শো, আর গানের তালিকা প্রকাশ করেছে গুগল। আর সেই তালিকা অনুযায়ী বলিউডের সেরা গানগুলোকেও পিছনে ফেলে সেরার সেরা হয়েছে ‘সাহোরে বাহুবলী’।এই মুহূর্তে ইউটিউবে এই গানের ভিউয়ার প্রায় ৮ কোটি ৩৮ লক্ষ। ‘বাহুবলী কনক্লুশন’-এর টাইটেল ট্র্যাক নিয়ে গানপোকাদের এমন উচ্ছ্বাস আর উদ্দীপনা দেখে ছবির প্রযোজক থেকে কলাকুশলী সকলেই ধন্যবাদ জানিয়েছেন শ্রোতাদের। গানটি গেয়েছেন দালের মেহেন্দি, ছবির সুরকার এম এম কীরাবানি এবং মৌবানি। যাঁদের কলমে ফুটে উঠেছে ‘সাহোরে বাহুবলী’ তাঁরা হলেন কে শিবশক্তি দত্ত এবং কে রামকৃষ্ণ।

Advertisement

‘সাহোরে বাহুবলী’ গানের একটি দৃশ্য। ছবি সৌজন্যে ইউটিউব।

আরও পড়ুন, নেটিজেনদের চোখে শ্রদ্ধা কপূর ‘হিপোক্রিট’, কেন জানেন?

আরও পড়ুন, বিমান সেবিকা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন এই সেলেবরা

যদিও গুগ্‌লের সেরা ছবির তালিকায় নেই ‘বাহুবলী কনক্লুশন’। সেরা সিনেমা হিসেবে ঠাঁই পেয়েছে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিটি। তবে সেরা গেম হিসেবে গুগ্‌লের তালিকায় জায়গা করে নিয়েছে ‘বাহুবলী: দ্য গেম’। আর সেরা বই কর্ণ জোহরের ‘অ্যান আনস্যুটেবল বয়’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement