Elvish Yadav Firing Case

পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম এলভিসের এক হামলাকারী! গুলি-কাণ্ডের তদন্ত কত দূর এগোল?

খবর, দুই হামলাকারীর মধ্যে একজন ধরা পড়েছে। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় স্বয়ংক্রিয় পিস্তল থেকে গুলি ছোড়ে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১২:৫৩
Share:

এলভিস যাদবের হামলাকারীদের একজন গ্রেফতার। ছবি: সংগৃহীত।

দিন পাঁচেকের মাথায় পুলিশ গ্রেফতার করল এলভিস যাদব গুলি-কাণ্ডের দুই হামলাকারীর একজনকে। খবর, পুলিশের এনকাউন্টারে গুরুতর জখম হয়েছে ধৃত হামলাকারী। ১৭ অগস্ট ভোরে ‘বিগ বস ওটিটি ২’-খ্যাত এলভিসের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। বাইকে চড়ে এসে এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। শুক্রবার সকালে ফরিদাবাদে হামলাকারী ও পুলিশের মধ্যে গুলি বিনিময় হয়। জখম হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

গুলি-কাণ্ডের পরই এলাকায় উপস্থিত হয়েছিল স্থানীয় প্রশাসন। হামলাকারীদের ধরতে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। যার জেরে হামলাকারীদের একজন ধরা পড়েছে বলে দাবি প্রশাসনের। আরও জানা গিয়েছে, অভিযুক্ত ইশান্ত ওরফে ইশু গান্ধী ফরিদাবাদের জওহর কলোনির বাসিন্দা। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গুলি-কাণ্ডের দিনটা গত রবিবার। সপ্তাহান্তের শেষ দিন। তখনও ভাল করে ঘুম ভাঙেনি মুম্বই নগরীর। আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। ভোর পাঁচটায় কয়েক গুলি চলে এলভিসের বাড়ি লক্ষ্য করে। ভাগ্যক্রমে ইউটিউবার সেই সময় বাড়ি ছিলেন না। ঘটনার পরে সন্দেহের তির ছিল লরেন্স বিশ্নোই-এর দলের দিকে। গুলি-কাণ্ডের কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে ‘ভাউ গ্যাং’ নামে এক সংগঠন। ওই সংগঠনের দাবি, ক্রমাগত ‘বেটিং অ্যাপ’-এর প্রচার করেন গুরুগ্রামের বাসিন্দা এলভিস। এই জন্যই তাঁকে শিক্ষা দিতে নাকি গুলিবর্ষণ করা হয় তাঁর বাড়ির সামনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement