Elvish Yadav

সলমন-ঘনিষ্ঠ এলভিসের বাড়িতে পর পর গুলি! ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে, নেপথ্যে কারা?

রবিবার ভোর ৫টা নাগাদ তিন বাইক-আরোহী এসে দু’ডজন গুলি ছুড়ে পালায়। ঘটনার পরে সন্দেহের তির ছিল লরেন্স বিশ্নোই-এর দলের দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৯:৩২
Share:

সলমন-ঘনিষ্ঠ এলভিসের হামলার নেপথ্যে কী ঘটনা? ছবি: সংগৃহীত।

সলমন-ঘনিষ্ঠদের নিস্তার নেই। কিছু দিন আগেই কপিল শর্মার রেস্তরাঁয় গুলিবর্ষণ হয়। এ বার ‘বিগবস্‌ ওটিটি’ খ্যাত এলভিস যাদবের বাড়িতে গুলি। রবিবার ভোর ৫টা নাগাদ তিন বাইক-আরোহী এসে দু’ডজন গুলি ছুড়ে পালায়। ঘটনার পরে সন্দেহের তির ছিল লরেন্স বিশ্নোই-এর দলের দিকেই। তবে এই ঘটনার দায় স্বীকার করেছে ‘ভাউ গ্যাং’ নামে এক সংগঠন। ওই সংগঠনের দাবি, ক্রমাগত ‘বেটিং অ্যাপ’-এর প্রচার করেন গুরুগ্রামের বাসিন্দা এলভিস। এই জন্যই তাঁকে শিক্ষা দিতে নাকি গুলিবর্ষণ করা হয়েছে তাঁর বাড়ির সামনে।

Advertisement

ভাউ রিটোলিয়া নামে এক ব্যক্তির একটি পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই ধরনের বেটিং অ্যাপ বহু মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। তাই এই ধরনের অ্যাপের প্রচার যাঁরাই করবেন, তাঁদের ছেড়ে কথা বলা হবে না। ২০২০ সাল থেকে সক্রিয় এই দল। ইনস্টাগ্রামের পোস্টে বলা হয়েছে, “জয় ভোলে কি! আজ এলভিস যাদবের বাড়ির সামনে গুলিবর্ষণ হয়েছে। এই গুলিবর্ষণ করেছেন নীরজ ফরিদপুর ও ভাউ রিটোলিয়া। আজ আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে জানান দিতে পেরেছি। ও (এলভিস) বেটিং অ্যাপের প্রচার করে বহু পরিবার ধ্বংস করে দিয়েছে।”

তবে এই পোস্টের সত্যতা এখনও বিচারাধীন। পুলিশ তদন্ত করছে ঘটনার। একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে এর মধ্যে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, তিন বাইক-আরোহী এলভিসের বা়ড়ির সামনে এসে পর পর গুলি ছুড়তে থাকে। হাড়হিম করা সেই ভিডিয়ো দেখে উদ্বেগ ছড়িয়েছে নেটাগরিকদের মধ্যে।

Advertisement

গত মাসে এলভিস যাদবেরই ঘনিষ্ঠ বন্ধু রাহুল ফজ়িলপুরিয়ার উপরেও হামলা হয়েছিল। সেই হামলারও দায় নিয়েছিল এই ‘ভাউ গ্যাং’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement