Aamir Khan

শৈশবে শেখেননি, শেষে ৪৪ বছর বয়সে এসে বোধ তৈরি হয়! কিসের প্রশিক্ষণ নিতে শুরু করেন আমির?

মুম্বইয়ের স্কুলে পড়াশোনা করেছেন আমির। সেখানে মরাঠি ভাষাও পড়ানো হত। কিন্তু সেই সময়ে মরাঠি ভাষা শেখার কোনও আগ্রহই ছিল না আমিরের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৮:৫৯
Share:

আমিরের অনুশোচনা। ছবি: সংগৃহীত।

শৈশবে শেখেননি। ৪৪ বছর বয়সে এসে সেই শিক্ষা অর্জন করেছিলেন। কোনও রাজ্যের স্থানীয় ভাষা না জনকে ক্রমশ লজ্জাজনক মনে করতে শুরু করেন আমির খান। নিজেই সে কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

Advertisement

মুম্বইয়ের স্কুলে পড়াশোনা করেছেন আমির। সেখানে মরাঠি ভাষাও পড়ানো হত। কিন্তু সেই সময়ে মরাঠি ভাষা শেখার কোনও আগ্রহই ছিল না আমিরের। আমির বলেছেন, “৪৪ বছর বয়স হয়ে যাওয়ার পরে আমি উপলব্ধি করলাম, আমি মরাঠি ভাষাটা জানি না। যদিও স্কুলে মরাঠি ভাষা শেখানো হয়েছিল। কিন্তু আমি খুব একটা গুরুত্ব দিইনি তখন। ক্রমশ লজ্জা লাগতে শুরু করে যে, একটা রাজ্যের আঞ্চলিক ভাষা আমি জানি না। নিজের রাজ্যভাষা না জানায় লজ্জিত হতে থাকি।”

অবশেষে সিদ্ধান্ত নেন, ৪৪ বছর বয়সেই মরাঠি ভাষা শিখবেন। আমির বলেন, “তার পরে আমি একজন মরাঠি ভাষার শিক্ষকের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করি। এখন আমি স্বতঃস্ফূর্ত ভাবে মরাঠি বলতে পারি।” একাধিক ভাষা সম্পর্কে জ্ঞান থাকার কথাও জানিয়েছেন আমির খান। তাঁর কথায়, “আমি মনে করি, যে কোনও ক্ষেত্রেই, যে যত বেশি ভাষা শিখবে, তত বেশি সুবিধা হবে কাজে। তাই নিজের আগ্রহেই একাধিক ভাষা শিখতে পারেন।”

Advertisement

এর পরেই আমির জানান, তিনি ভাষা নিয়ে খুবই স্পর্শকাতর। তবে ভাষা শিখতে নাকি তাঁর বেশ অনেকটা সময় লাগে বলেও জানান আমির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement