Arijit Singh’s remuneration

আগে একটি গান সম্পূর্ণ হত ২ লক্ষ টাকায়, এখন গান প্রতি অরিজিৎ সিংহ কত পারিশ্রমিক নেন?

অরিজিতের লাইভ অনুষ্ঠান মানেই তা নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। প্রেক্ষাগৃহ উপচে পড়ে ভিড়ে। কিন্তু কত টাকা নেন অরিজিৎ একটি অনুষ্ঠান করতে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৭:৫৯
Share:

একটি অনুষ্ঠান করতে কত টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ? ছবি: সংগৃহীত।

তাঁর সঙ্গীতের মূর্ছনায় ভেসে যান অনুরাগীরা। জিয়াগঞ্জ থেকে সঙ্গীতসফর শুরু হয়েছিল। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিংহ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন, এমনই মনে করেন অনেকে। তাই অরিজিৎ সিংহের নামের আগে আলাদা করে কোনও বিশেষণের প্রয়োজন হয় না। তাঁর কণ্ঠে স্বয়ং ঈশ্বর বাস করেন বলেও মনে করেন অনুরাগীরা। তাঁর অনুষ্ঠান চাক্ষুষ করা জীবনের এক বড় অভিজ্ঞতার চেয়ে কম নয়।

Advertisement

তাই অরিজিতের লাইভ অনুষ্ঠান মানেই তা নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। প্রেক্ষাগৃহ উপচে পড়ে ভিড়ে। কিন্তু কত টাকা নেন অরিজিৎ একটি অনুষ্ঠান করতে? সম্প্রতি সুরকার মন্টি শর্মা এক সাক্ষাৎকারে তা জানালেন। তিনি বলেন, “একটা সময়ের পর অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা ২ লক্ষ টাকায় শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তার পরে ধীরে ধীরে গান প্রতি নিজের জন্য ৩৫ হাজার টাকা নিতে থাকলাম।”

এর পরেই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, “অরিজিৎ যখন আসত, তখন টানা ৬ ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য ২ কোটি টাকা নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে, ২ কোটি টাকা দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাঁদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লক্ষ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ সত্ত্ব কিনে নেয় অডিয়ো সংস্থা। এই অডিয়ো সংস্থাগুলিই এখন আয় করছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement