Arijit Singh

পাশে বসে স্ত্রী, মাঝরাস্তায় অরিজিতের গাড়ি ঘিরে ধরল লোকজন! বোলপুরের রাস্তায় কী ঘটল?

বোলপুরে যে অরিজিৎ সিংহ শুটিং করতে যাবেন সে কথা অনেকেই ইতিমধ্যে জেনে ফেলেছেন। মাঝ রাস্তায় কী ঘটল গায়কের সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৯:৫৫
Share:

কেন অপ্রস্তুতে পড়লেন অরিজিৎ? ছবি: সংগৃহীত।

ছবি পরিচালনার কাজ শুরু করছেন সঙ্গীতশিল্পী অরিজি়ৎ সিংহ। এ কথা আনন্দবাজার ডট কম আগেই জানিয়েছিল পাঠকদের। ভোর পাঁচটায় বোলপুরে গায়ক এবং তাঁর গোটা টিমকে দেখেছিলেন দর্শক। তার পর থেকে এলাকায় কৌতূহল শুরু। শুটিংয়ের ফাঁকে গায়কের এক ঝলক দেখা পেয়ে ছেঁকে ধরলেন তাঁর অনুরাগীরা। গায়কের এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে প়়ড়েছে সমাজমাধ্যমের পাতায়। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে, অরিজিতের মাথা এবং মুখের অর্ধেক কাপড় দিয়ে চাপা দেওয়া। কিন্তু অর্ধেকটা দেখলেই বোঝা যাচ্ছে, সবার প্রিয় গায়কই রয়েছেন গাড়িতে। অরিজিৎকে এক ঝলক দেখেই ছেঁকে ধরলেন সবাই। পাশে বসে ছিলেন গায়কের স্ত্রী। একটি বড় কালো গাড়িতে করে সম্ভবত শুটিংয়ের জায়গা দেখতে এসেছিলেন তিনি। হাতের নাগালে প্রিয় গায়ককে পেলে কি আর কেউ ছাড়ে?

Advertisement

তাঁকে সামনে পেয়ে অনেকে বললেন, “শান্তিনিকেতনে আবার এলে আমার বাড়ি আসবেন।” এত ভিড় ঠেলে তাঁর গাড়ি নিয়ে এগোনোই মুশকিল হয়ে পড়েছিল। সবাইকে অনুরোধ করছিলেন গায়ক, যাতে সবাই একটু সরে দাঁড়ান। এমনিতেই তিনি প্রচারবিমুখ। তাই এত ভিড়, ক্যামেরার ঝলকানি মোটেই পছন্দ নয় তাঁর। তাই বার বার অনুরোধ করছিলেন যেন ছবি না তোলা হয়। আপাতত সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো।

সম্প্রতি শোনা গিয়েছিল, বৃষ্টির কারণে শুটিং পিছিয়েছেন তিনি। জুনের মাঝামাঝি, ইলামবাজার, আউশগ্রাম-সহ বীরভূম এবং বর্ধমান জেলার বিভিন্ন রাস্তায় ভোর থেকে দলবল নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল গায়ককে। তখনই কানাঘুষো, ‘সা’ মুক্তি পাওয়ার আগেই পরবর্তী ছবি নিয়ে ব্যস্ত অরিজিৎ। পরনে লাল টি-শার্ট, গামছায় মুখ আড়াল করে ঘুরেছিলেন সে দিন। কী বিষয় নিয়ে দ্বিতীয় ছবি বানাতে চলেছেন সুরকার-গায়ক, কারা অভিনয় করছেন, সে বিষয়ে মুখ বন্ধ রেখেছিলেন অরিজিৎ এবং তাঁর দলবল। শোনা যাচ্ছে, তাঁর দ্বিতীয় ছবি ছোটদের জন্য তৈরি হচ্ছে। সম্ভবত, রূপকথার গল্প শোনাবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement