Aamir Khan

ওটিটি নয়, ইউটিউবে দেখা যাবে ‘সিতারে জ়মিন পর’? নিজের সমস্ত ছবি নিয়ে বড় সিদ্ধান্ত আমিরের

ওটিটি-তে দেখা যাবে না ‘সিতারে জ়মিন পর’। আগেই ঘোষণা করেছিলেন আমির খান। এ বার আরও বড় সিদ্ধান্ত নিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২০:৫২
Share:

বড় সিদ্ধান্ত আমিরের। ছবি: সংগৃহীত।

‘সিতারে জ়মিন পর’ মুক্তি পাবে শুধুই প্রেক্ষাগৃহে। পরে আর ওটিটি-তে দেখা যাবে না এই ছবি। আগেই ঘোষণা করেছিলেন আমির খান। এ বার আরও বড় সিদ্ধান্ত নিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Advertisement

মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে নিজের ছবির বণ্টনের নতুন পদ্ধতি নিয়ে কথা বলেন আমির। আরও এক বার নিশ্চিত করে দেন, ওটিটি-তে মুক্তি পাবে না ‘সিতারে জ়মিন পর’। তবে আরও সহজে দেখা যাবে তাঁর ছবি। ইউটিউবে মুক্তি পাবে এই ছবি। আগামী ১ অগস্ট থেকে ইউটিউবেই দেখা যাবে ‘সিতারে জ়মিন পর’। বিনামূল্যে নয় যদিও। ভারতে এক বার ছবিটি দেখতে খরচ করতে হবে ১০০ টাকা।

কয়েক মাস আগেই ইউটিউবে নিজের একটি চ্যানেল ‘আমির খান টকিজ়’-এর সূচনা করেছেন আমির। তাই এই দিন সাংবাদিক বৈঠকে আমির বলেন, “এই জন্যই ‘সিতারে জ়মিন পর’ আমি ওটিটিকে দিইনি। এই পরিকল্পনাই চলছিল। আমরা ঠিক করেছি, প্রেক্ষাগৃহে ছবি মুক্তি হয়ে যাওয়ার পরে এ বার থেকে ইউটিউবে আমির খান প্রযোজনা সংস্থার অধীনে ছবিগুলি মুক্তি পাবে। প্রতিটি ছবি ১০০ টাকার বিনিময়ে দেখা যাবে।”

Advertisement

শুধু ‘সিতারে জ়মিন পর’ নয়। আমির বলেন, “‘লগান’, ‘দঙ্গল’, ‘জানে তু ইয়া জানে না’, ‘তারে জ়মিন পর’-এর মতো ছবিগুলিও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।” এই চ্যানেলে আমিরের অতি জনপ্রিয় অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’র পর্বগুলিও তুলে ধরা হবে। তবে সেগুলি দেখা যাবে বিনামূল্যে।

এই চ্যানেল নতুন উঠতি পরিচালকদের পাশেও থাকবে বলে জানিয়েছেন আমির। যে পরিচালকেরা প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিতে বেগ পাচ্ছেন, তাঁদের ছবিও মুক্তি পাবে এই চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement