Entertainment News

এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন মন্দিরা

সোনম কপূর, দীপিকা পাড়ুকোন, ফতিমা সানা শেখ, এষা গুপ্ত, রণবীর সিংহ, অর্জুন কপূরদের সঙ্গে একই খাতায় নাম উঠল অভিনেত্রী-সঞ্চালিকা মন্দিরার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৫
Share:

এই ছবিটি টুইটারে শেয়ার করেছেন মন্দিরা।

বছর শেষে তারকাদের ট্রোলিংয়ের তালিকায় নতুন এন্ট্রি। এ বার যোগ হল মন্দিরা বেদীর নাম।

Advertisement

বছরভর তারকাদের বডি শেমিং ও ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে নানা কারণে। কখনও ছবি পোস্ট করে ট্রোলড, তো কখনও কোনও মন্তব্য করে। তালিকায় শুধু বলি ডিভারাই নন, রয়েছে বেশ কয়েকজন অভিনেতার নামও। সোনম কপূর, দীপিকা পাড়ুকোন, ফতিমা সানা শেখ, এষা গুপ্ত, রণবীর সিংহ, অর্জুন কপূরদের সঙ্গে একই খাতায় নাম উঠল অভিনেত্রী-সঞ্চালিকা মন্দিরার।

কিন্তু কারণ কী? কেন সমালোচিত হলেন মন্দিরা?

Advertisement

জনপ্রিয় ধারাবাহিক ‘শান্তি’ খ্যাত মন্দিরা, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। ছবিগুলি নেটিজেনদের নজর কেড়েছে। ছবিতে সাদা টপ পরে রয়েছেন অভিনেত্রী। ভিতরে রয়েছে কালো স্প্যাগোটি। তাঁর ক্লিভেজ দেখা যাচ্ছে ছবিগুলিতে।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, ‘হিরোর গার্লফ্রেন্ডের জন্য আমাকে ছবি থেকে বার করা হয়েছিল’

আরও পড়ুন, ‘আমার প্রথম পিরিয়ডের দিনে মা পার্টি দিয়েছিল’

এই ছবি নেটিজেনদের যতটা না ভাল লেগেছে, তার থেকে অনেক বেশি ট্রোলড করা হয়েছে অভিনেত্রীকে।

কয়েকজন তাঁর সময়কে হার মানানো সৌন্দর্যের প্রশংসা করলেও, তাঁকে কটূক্তি করে সমালোচনা করার সংখ্যাটা অনেক বেশি।

ইনস্টাগ্রাম ও টুইটারে তাঁর ছবিতে নানা ধরনের কমেন্ট করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘কেন দেখাচ্ছেন? আপনার কি স্পেশ্যাল কিছু রয়েছে?...’। আবার কারও মন্তব্য, ‘বাস্তবটা হল, স্পটলাইটে আসার জন্য নিজেদের শরীর দেখান এঁরা। এর থেকে নিম্নমানের কিছু হয় না...।’

এক জন তো সরাসরি মন্দিরার ছবিকে ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন।

মন্দিরা যদিও এখনও সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement