Arjun Rampal on Kareena Kapoor Khan

করিনার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য উপভোগ করেছিলেন! শুটিং-এ নিজেকে কেন নিয়ন্ত্রণ করতে পারেননি অর্জুন?

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেকে। আবার অনেকে সেই মুহূর্ত উপভোগ করতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৫:৩৩
Share:

করিনার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য উপভোগ করেছিলেন অর্জুন। ছবি: সংগৃহীত।

চিত্রনাট্যের প্রয়োজনে অভিনেতাদের পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়। ঘনিষ্ঠ দৃশ্য বা শয্যাদৃশ্যে অভিনয় করার সময় ব্যক্তিগত অনুভূতি দূরে সরিয়ে রাখেন তাঁরা। পরিচালকের নির্দেশে যতটুকু করতে বলা হয়, তাঁরা তত টুকুই করেন। পর্দার রসায়নে উষ্ণতা ধরা পড়লেও, পর্দার বাইরে তাঁরা পেশাদার থাকারই চেষ্টা করেন। কিন্তু ব্যতিক্রম থাকে। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেন অনেকে। আবার অনেকে সেই মুহূর্ত উপভোগ করতে শুরু করেন। যেমন অর্জুন রামপাল একটি ঘনিষ্ঠ দৃশ্য নাকি উপভোগ করেছিলেন।

Advertisement

এক সাক্ষাৎকারে অর্জুন নিজেই জানিয়েছিলেন, করিনা কপূরের সঙ্গে যৌন দৃশ্য উপভোগ করেছিলেন তিনি। ২০১২ সালের সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, “আমি বেবোর সঙ্গে ঘনিষ্ঠতা খুবই উপভোগ করেছিলাম। ওর সঙ্গে শুট করা ঘনিষ্ঠ দৃশ্যের মুহূর্তগুলি আমি আজও উপভোগ করি।”

অর্জুনের এই পুরনো সাক্ষাৎকার ফের সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার পরেই সমাজমাধ্যমের অর্জুনের দিকে ধেয়ে আসে কটাক্ষ। তাঁর এই মন্তব্য খুবই অস্বাভাবিক ও অপেশাদার বলে দাবি করেছেন নেটাগরিকেরা। একজন লিখেছিলেন, “সত্যি মানুষ আগে যে এই ভাবে সহ-অভিনেত্রীকে ইন্দ্রিয়গ্রাহ্য ‘বস্তু’ হিসাবে উপস্থাপন পারত, ধারণা ছিল না আমার।” আর একজন আবার লিখেছেন, “আগে বোধহয় এই সব বলেই ছবির প্রচার করতে হত।”

Advertisement

‘হিরোইন’ ছবিতে অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ছিল করিনা কপূরের। সেই দৃশ্য নিয়েই এই মন্তব্য করেছিলেন অর্জুন। ছবিতে করিনার অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল। ছবিতে করিনা ও অর্জুন ছাড়াও অভিনয় করেছিলেন রণদীপ হুডা, দিব্যা দত্ত, মুগ্ধা গডসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement