Kapil Sharma Boby Darling

‘ভিক্ষা চাইছি’, কপিল শর্মার ব্যবহারে অবাক ববি ডার্লিং, চার বছর পর মুম্বইয়ে ফিরে কী হাল হল তাঁর?

বলিউডের পরিচিত মুখ ববি ডার্লিং। প্রায় চার বছর পরে ফিরেছেন মুম্বইয়ে। কিন্তু এত দিন পরে শহরে ফিরেও এই হাল হবে আশা করেননি তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৭:২১
Share:

কপিলের ব্যবহারে হতবাক ববি। ছবি: সংগৃহীত।

কৌতুক অভিনেতা হিসাবে বলিউডে পরিচিত ববি ডার্লিং। একসময় অনেক হাসির ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু ‘কেয়া কুল হ্যায় হম’ ছবির পর আর সে ভাবে বড়পর্দায় দেখা যায়নি তাঁকে। কাজ না থাকায় অবসাদের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। কাজ চেয়ে ইন্ডাস্ট্রির অনেকের কাছেই মেসেজ করেছিলেন বলেও জানান। সেই তালিকায় রয়েছেন কৌতুকশিল্পী কপিল শর্মাও। কিন্তু কোনও উত্তর আসেনি।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে আক্ষেপ করে এই কথা জানান ববি। কপিল মজা করে ক্যামেরার সামনে অনেক সময় ববিকে নিয়ে হাসাহাসি করেন। কিন্তু তাতে কিছু মনে করেন না ববি। তাঁর কথায়, “আমি তো কাজ ভিক্ষা চাইছি। টাকা চাইছি না। কত বার লিখেছি, একটা ছোট চরিত্র দিলেও হবে। কিন্তু কোনও জবাব পাইনি।”

এর আগে প্রযোজক একতা কপূরকেও মেসেজ করেছিলেন তিনি। বলেছিলেন, “আমি আপনার পায়ে পড়ি, আমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। দয়া করে আমাকে কাজ দিন। আমি অবসাদে ভুগছি। আমি বিষণ্ণ হয়ে পড়ছি। আমি আত্মহত্যা করব। হয়তো সুশান্তের মতোই পথ বেছে নিতে হবে আমাকে।”

Advertisement

কিন্তু আত্মঘাতী হওয়ার মতো পদক্ষেপ করতে ভয় পেয়েছিলেন, জানান ববি। শেষে বাধ্য হয়ে শহর ছেড়েছিলেন। দীর্ঘ চার বছর পরে মুম্বইয়ে ফিরেছেন তিনি। সেই প্রসঙ্গে ববি বলেন, “কাজ চাইছি। কাজ তো দরকার। মুম্বইয়ে থেকেও যদি কাজ না করতে পারি, তা হলে আর কী হল? আবার বারে গিয়ে নাচতে পারছি না।” ‘দিল নে জিসে অপনা কহা’, ‘অপনা সপনা মানি মানি’, ‘ট্র্যাফিক সিগনাল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন ববি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement