চিত্রাঙ্গদা সিংহ কেন স্মিতা পাটিল হতে চান? ছবি: ফেসবুক।
স্মিতা পাটিলের সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলেন অনেকে। খোদ প্রয়াত অভিনেত্রীর ছেলে প্রতীক তাঁকে ‘মা’ বলে ভুল করেছেন! চিত্রাঙ্গদা সিংহের তাই খুব ইচ্ছা, প্রয়াত অভিনেত্রীর জীবনীছবিতে তিনি নামভূমিকায় অভিনয় করবেন।
চিত্রাঙ্গদা সদ্য সলমন খানের সঙ্গে ‘দ্য ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং শেষ করলেন।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর কাজ নিয়ে কথা বলেছেন। সেখানেই কথাপ্রসঙ্গে তিনি বলেন, “অনেক দিন ধরেই শুনি, আমায় নাকি স্মিতাজির মতো দেখতে। প্রতীক পর্যন্ত এক বার মাতৃদিবসে আমার ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিল। পরে যখন শোনে ওটা আমার ছবি, খুব অবাক হয়েছিল।” “ওটা আপনার ছবি! আমি তো বিশ্বাস করতেই পারছি না”, চিত্রাঙ্গদাকে বলেছিলেন প্রয়াত অভিনেত্রীর সন্তান।
এই ঘটনার পরেই স্মিতার জীবনীছবিতে অভিনয়ের ইচ্ছা আরও তীব্র হয়েছে চিত্রাঙ্গদার। তিনি আরও বলেন, “স্মিতাজির অভিনীত ছবিগুলো সুযোগ পেলেই দেখি। যেমন, ‘ভূমিকা’, ‘অর্থ’, ‘মন্থন’, ‘চক্র’ ‘নিশান্ত’। যত বার দেখি তত বার মনে হয়, আমি স্মিতা পাটিল হলে এই ছবিগুলোতে অভিনয় করতে পারতাম। সেটা হওয়ার নয় বলেই ওঁর জীবনীছবিতে ওঁর ভূমিকায় অভিনয়ে এত আগ্রহী।”