Dev-Subhashree

‘রাজ এবং রুক্মিণীকে ধন্যবাদ’, ২০২৬-এর পুজোয় ফিরছে দেব-শুভশ্রী জুটি, কেন সঙ্গীদের ধন্যবাদ যুগলের?

‘ধূমকেতু’র প্রচার-ঝলক অনুষ্ঠানের পর থেকে বিতর্ক তৈরি হয়েছিল বিস্তর। ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:১০
Share:

সঙ্গীদের ধন্যবাদ জানিয়ে কী বললেন দেব-শুভশ্রী? ছবি: সংগৃহীত।

২০২৫–এর অগস্ট মাস। ১০ বছর পরে প্রথম বার একসঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সৌজন্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’র প্রচার-ঝলক অনুষ্ঠান। তার পরে তাঁদের নিয়ে যত আলোচনা হয়েছে, তার চেয়েও বেশি জলঘোলা হয়েছে নায়িকার স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়কের প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে। এ বার ছবির শুরুর আগেই বিশেষ অনুরোধ দেব-শুভশ্রীর।

Advertisement

নায়িকা বলেন, “অতীতে যা ছিল, তা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি বলে কাজ করতে পারছি। সেই সঙ্গে আমাদের সঙ্গীরা রয়েছে পাশে। রুক্মিণী এবং রাজকে ধন্যবাদ, আমাদের পাশে এই ভাবে রয়েছেন বলেই আমরা কাজ করতে পারছি।”

দেবের অনুরোধ, “ব্যক্তিগত আক্রমণ করবেন না এই লাইভের পরে। আমরা জানি, আপনারা আমাদের ভালবাসেন, একসঙ্গে দেখতে চান। কিন্তু তা বলে আমাদের সঙ্গীদের উদ্দেশে খারাপ মন্তব্য করবেন না।” সেই সঙ্গে যুগল ঘোষণা করলেন, দেব-শুভশ্রীর নতুন ছবিতে থাকবে প্রেম, অ্যাকশন, রোমাঞ্চ-সহ সব ধরনের উপাদান। সেই সঙ্গে ১০ মাস আগে থেকে ছবির টিকিট অগ্রিম বুকিং-এর কথাও ঘোষণা করলেন তাঁরা।

Advertisement

তবে এই ছবির নাম কী হবে? আর কাদের দেখা যাবে তা এখনও জানাননি প্রযোজক দেব। পয়লা বৈশাখ সব ঠিক করে শুভশ্রীকে নিয়ে ফের লাইভে আসার প্রতিশ্রুতি দিয়েছেন নায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement