TMC 21 july Rally

‘দিদি’র ডাকে স্কটল্যান্ড থেকে সমাবেশে দেব, ২১-এর মঞ্চে কাদের নাম নিলেন মুখ্যমন্ত্রী?

“বিধায়কদের জন্য নির্দিষ্ট আসনে বসেছিলাম। দিদির বক্তব্য মন দিয়ে শুনেছি। বাংলা ভাষাভাষীদের এই অপমান সহ্য করা যাচ্ছে না”, বললেন কাঞ্চন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৬:৩১
Share:

২১ জুলাইয়ের মঞ্চে কারা উপস্থিত? ছবি: সনৎ সিংহ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায় নাম তোলানোর তাগিদ সকলের। সেই তালিকায় তারকা দেবও। স্কটল্যান্ড থেকে তড়িঘড়ি ২১ জুলাইয়ের সকালে কলকাতায় ফিরেছেন তিনি। ফিরেই সোজা পৌঁছে গিয়েছেন ধর্মতলার সমাবেশমঞ্চে। পরনে কালো পোশাক। তা কি ‘শহিদ স্মরণ’ দিবস বলেই? পেশাগত ব্যস্ততার মধ্যেই এ দিন সমাবেশে যোগ দেন বিধায়ক রাজ চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক। ব্যারাকপুরের বিধায়ক-পরিচালক রাজ এসেছিলেন সাদা পোশাকে। এ ভাবেই এসেছিলেন সাংসদ শতাব্দী রায়, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সাংসদ জুন মালিয়া, সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সোহম চক্রবর্তী, গায়ক নচিকেতা চক্রবর্তী থেকে টলিউডের তাবড় ‘হু’জ় হু’।

Advertisement

সমাবেশের পথে রাজ চক্রবর্তী, দেব। নিজস্ব চিত্র।

‘দিদি’র মঞ্চে প্রথম দিকে নিয়ম করে উপস্থিত থাকতেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রিমঝিম মিত্র। ২০১৯ সালে রূপাঞ্জনা-সহ এক ঝাঁক টলিউড তারকা বিজেপিতে যোগ দিয়েছিলেন। রূপাঞ্জনা লোকসভায় টিকিট পাননি। তবে সে বছরই রূপাঞ্জনা দাবি করেন, টলিউডের ‘লবিবাজি’র জন্য কাজ পাচ্ছেন না। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হন শ্রাবন্তী এবং ৫১ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বেহালা পশ্চিম আসনে হারেন। এর পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ২০২১ সালের বিধানসভা, তার পরে ২০২৪ সালের লোকসভা ভোট পার হয়ে গিয়েছে। গত বছর তাঁদের কয়েকজনের ‘ঘর ওয়াপসি’ ঘটেছিল। এ বছর তাঁরাও ছিলেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে নতুন সংযোজন রূপাঞ্জনা মিত্র। আনন্দবাজার ডট কমকে তিনি জানিয়েছেন, আর কোনও সমস্যা নেই, মনোমালিন্য নেই। সব মুছে গিয়েছে। তিনি ঘরে ফিরে খোলা হাওয়ায় শ্বাস নিতে পারছেন।

ধর্মতলার সমাবেশে তারকার মেলা। ছবি: সংগৃহীত।

এর মধ্যেই রাজনীতির আনাচকানাচে জল্পনা পল্লবিত হতে শুরু করেছে, যাঁরা ফিরলেন তাঁরা কি আগামী বিধানসভা ভোটে টিকিট পাবেন?

Advertisement

পরিচালক অরিন্দম শীলের মুঠোফোনে বন্দি টলিউড। ছবি: সংগৃহীত।

এ বছরের ২১ জুলাইয়ের মঞ্চে বাংলা ভাষায় সম্মান ফেরানোর শপথ নিলেন মুখ্যমন্ত্রী। বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীরা বাংলায় কথা বলার জন্য হেনস্থার শিকার হচ্ছেন। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় তার তীব্র প্রতিবাদ জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে কাঞ্চনের কথাতেও। তিনি আনন্দবাজার ডট কমকে বলেছেন, “বিধায়কদের জন্য নির্দিষ্ট আসনে বসেছিলাম। দিদির বক্তব্য মন দিয়ে শুনেছি। বাংলা ভাষাভাষীদের এই অপমান সহ্য করা যাচ্ছে না। সত্যিই এর বিহিত দরকার। অন্যায়ের প্রতিবাদ জানানো দরকার।”

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উঠে এ দিন মুখ্যমন্ত্রীর পদস্পর্শ করেন অভিনেতা ভরত কল, সৌমিতৃষা কুণ্ডু, তৃণা সাহা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়-সহ টলিউডের জনপ্রিয় মুখেরা। মুখ্যমন্ত্রীর মুখে এ দিন শোনা গিয়েছে চার নায়িকার নাম। তাঁরা শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়! সে নিয়েও নানা জল্পনা। সমাবেশ শেষ হওয়ার পরেও বিনোদন দুনিয়ায় আপাতত এই সব জল্পনাই ঘোরাফেরা করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement