Bangladesh Issue

‘একবারও বলছেন, বাংলাদেশে যা হচ্ছে তা অন্যায়?’, কলকাতায় উপস্থিত জয়াকে বিঁধলেন বিজেপির শমীক

ও পার বাংলার হিন্দুদের সঙ্গে সঠিক আচরণ করছে না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার, এমন খবর ছড়িয়ে পড়েছে। সেই বিষয়েই কি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে বিঁধলেন বিজেপি নেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৩:৩৪
Share:

জয়া আহসানকে বিঁধলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

সদ্য মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরীর বাংলা ছবি ‘ডিয়ার মা’। ১০ বছর পরে বাংলা ছবির দুনিয়ায় ফিরেছেন পরিচালক। তাঁর ছবির নায়িকা জয়া আহসান গত বেশ কিছু দিন ধরেই শহর কলকাতায়, ছবির প্রচারের স্বার্থে। তাঁকেই বিঁধলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্যের একটি ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে তাঁর নিশানায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। জয়ার উদ্দেশে শমীকের কটাক্ষ, “একবারও কি বলছেন, বাংলাদেশে যা হচ্ছে তা অন্যায় হচ্ছে!”

Advertisement

কেন জয়ার বিরুদ্ধে এত আক্রমণাত্মক শমীক? অনেক দিন ধরেই অভিযোগ উঠছে, ও পার বাংলার হিন্দুদের উপর নির্যাতন চলছে। প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও। সেই বিষয়েই কি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে বিঁধলেন বিজেপি নেতা?

শমীকের কথায় এ দিন শুরু থেকেই ব্যঙ্গের সুর। তিনি জানিয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে কলকাতায়। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। বিজেপি নেতা নিজেই দেখেছেন তাঁকে দু’টি অনুষ্ঠানে। তাঁর কটাক্ষ, “জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তাঁর জনপ্রিয়তা আছে। তাঁর গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, ও পারে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement