TMC's 21 July Rally

‘অনেক দিন পর খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি, সব সমস্যা মিটে গিয়েছে’, বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন রূপাঞ্জনা

রূপাঞ্জনা ফিরে গিয়েছেন অতীতে। বলেন, “আগেও দিদির মঞ্চে ছিলাম। প্রথম দিকে বছর চারেক।” কিছু সমস্যা ছিল, সব মিটে গিয়েছে। কোনও মালিন্য নেই, দাবি তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১২:০৯
Share:

বিজেপি-তে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। সেটা ২০১৯ সালের কথা। ২০২৫-এ ফিরে এলেন তৃণমূলে। বললেন, “মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি।”

Advertisement

২০১৯ লোকসভা নির্বাচনের পর, জুলাই মাসেই বাঙালি নেতা-অভিনেতাদের অনেকেই তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না বলে উড়ে গিয়েছিলেন দিল্লি। যোগ দিয়েছিলেন বিজেপি-তে। সে দলে রূপাঞ্জনার সঙ্গেই ছিলেন ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকে।

সে বছরই রূপাঞ্জনা দাবি করেছিলেন, তিনি বিজেপি-তে যোগ দিয়েছেন বলে হুমকি পাচ্ছেন তৃণমূলের তরফে। কাজ পাচ্ছেন না বলেও দাবি করেছিলেন। পরে অবশ্য বিজেপি-তে থেকেও রাজনীতি করা সম্ভব নয় বলে সে দল ছেড়েছেন তিনি। গত ডিসেম্বরেই রূপাঞ্জনা ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলে ফেরার। জানিয়েছিলেন, তাঁদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে বলা হয়েছিল। তিনি তাই আর সেখানে থাকতে পারছেন না।

Advertisement

সোমবার, ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ স্মরণ’ মঞ্চে যোগ দিলেন রূপাঞ্জনা মিত্র। আনন্দবাজার ডট কমকে রূপাঞ্জনা বলেছেন, “পাঁচ বছর রেজিমেন্টেড দলে কাটানোর পর আবার দিদির কাছে ফিরলাম। ‘ঘর ওয়াপসি’র পর মনে হচ্ছে যেন স্বর্গ। কত দিন পরে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”

তিনি সাফ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন। বলতে বলতে তৃপ্তির হাসি রূপাঞ্জনার ঠোঁটে, “দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আগেও অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেছি। এ বারও তা-ই করব।” পাশাপাশি, টলিউডের উন্নতির জন্য যথাসাধ্য করার আশ্বাস দিলেন তিনি।

কথা প্রসঙ্গে রূপাঞ্জনা ফিরে গিয়েছেন অতীতে। বলেন, “আগেও দিদির মঞ্চে ছিলাম। প্রথম দিকে বছর চারেক।” কিছু সমস্যা ছিল, সব মিটে গিয়েছে। কোনও মালিন্য নেই, দাবি তাঁর।

ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব বাংলা বিনোদন দুনিয়ার উন্নতি এবং কাজে ছাপ ফেলছে, এমনই দাবি টলিপাড়ায়। এই বিষয় নিয়ে রূপাঞ্জনা কি মুখ্যমন্ত্রীকে কিছু জানাবেন? অভিনেত্রীর মত, “আলোচনায় সব সমস্যার সমাধান হয়। সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত উপলব্ধি, এই সমস্যাও মিটে যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement