Priyanka Chopra

নির্জন সমুদ্রের মাঝে ঘনিষ্ঠ প্রিয়ঙ্কা ও নিক! জন্মদিন সফরে নানা রঙের বিকিনিতে ধরা দিলেন দেশি গার্ল

প্রিয়ঙ্কার ভাগ করে নেওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিরালা সমুদ্রের জলরাশির মাঝে শুয়ে রয়েছেন নিক। স্বামীর পেটের উপরে বসে রয়েছেন দেশি গার্ল। তাঁর পরনে খয়েরি রঙা বিকিনি। আবার কখনও বালুকাবেলায় তিনি একাই বসে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১০:১৫
Share:

সমুদ্রের মাঝে ঘনিষ্ঠ প্রিয়ঙ্কা-নিক। ছবি: সংগৃহীত।

জন্মদিনের রেশ কাটছে না প্রিয়ঙ্কা চোপড়ার। ৪৩ বছর পূর্ণ করলেন অভিনেত্রী। জন্মদিনের নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন। স্বামী নিক জোনাস ও কন্যা মালতী মেরিকে নিয়ে সমুদ্র তটে জন্মদিন পালনে মেতেছিলেন। এ বার ঘোষণা করে দিলেন, এটাই তাঁর জীবনের সেরা জন্মদিন।

Advertisement

আটলান্টিক সমুদ্রের ধারে বাহামা দ্বীপে জন্মদিন পালন করতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা, নিক, মালতী ও তাঁদের পরিজনেরা। কখনও নীল জলরাশির সামনে নিকের বাহুডোরে ঝাঁপ দিয়েছেন প্রিয়ঙ্কা। কখনও আবার সমুদ্রের জলের মাঝে নিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। এই জন্মদিনের সফরে প্রিয়ঙ্কার সঙ্গী ছিল নানা রঙের বিকিনি এবং খোলামেলা রংবেরঙের পোশাক। এই সফর স্বপ্নের মতো প্রিয়ঙ্কার কাছে।

প্রিয়ঙ্কার ভাগ করে নেওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিরালা সমুদ্রের জলরাশির মাঝে শুয়ে রয়েছেন নিক। স্বামীর পেটের উপরে বসে রয়েছেন দেশি গার্ল। তাঁর পরনে খয়েরি রঙা বিকিনি। আবার কখনও বালুকাবেলায় তিনি একাই বসে রয়েছেন। প্রিয়ঙ্কার তন্বী দেহে পড়েছে এসে সূর্যের আলো। এমনই নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁরা। কোথাও আবার দেখা যাচ্ছে, বাবা মায়ের মধ্যমণি হয়ে বসে আছে ছোট্ট মালতী। রোদের আলো ঠেকাতে সে হাত দিয়ে ঢেকে রেখেছে চোখ।

Advertisement

প্রিয়ঙ্কার ভাগ করে নেওয়া এই ছবি ভিডিয়ো দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। তাঁদের মতে, জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে জানেন প্রিয়ঙ্কা। কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন, সর্বত্রই তিনি সেরার সেরা। প্রিয়ঙ্কা ছবিগুলি ভাগ করে নিয়ে লিখেছেন,“স্বপ্ন। সেরা জন্মদিন সফরকে এ বার বিদায় জানানোর পালা। এটাই জীবনের সেরা গ্রীষ্ণকালীন ভ্রমণ।”

প্রিয়ঙ্কার এমন শিশুসুলভ আচরণ দেখে এক অনুরাগী লিখেছেন, “এমন পুরুষকেই বিয়ে করা উচিত, যিনি আপনার মনের মধ্যে থাকা শিশুকে সব সময় বাঁচিয়ে রাখতে পারেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement