‘সইয়ারা’ প্রসঙ্গে কর্ণকে কটাক্ষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ছবি মুক্তির আগে পর্যন্ত সেই ভাবে নজর কাড়েনি ‘সইয়ারা’ ছবির নায়ক নায়িকা। ছবি মুক্তির পর থেকেই নেটপাড়া ও বিনোদন জগতের আলোচনার কেন্দ্রে এই ছবি। এই ছবি নাকি এক মনে রাখার মতো প্রেমের আখ্যান তুলে ধরেছে। প্রেক্ষাগৃহ থেকে চোখে জল নিয়ে বেরোচ্ছেন দর্শক। ছবির প্রধান দুই মুখ অহান পাণ্ডে ও অনীত পদ্দার অভিনয়ও প্রশংসা পাচ্ছে। এই দুই নবাগত অভিনেতার প্রশংসা করতে গিয়েছিলেন কর্ণ জোহরও। কিন্তু উল্টে কটাক্ষের শিকার হতে হল তাঁকে। তবে পাল্টা দিয়েছেন তিনিও।
অহান সম্পর্কে অনন্যা পাণ্ডের খুড়তুতো ভাই। তবে অনীত রুপোলি জগতে একেবারেই নতুন বা বহিরাগত। এই দুই নতুন তারকার প্রশংসা করতেই কর্ণের দিকে ধেয়ে আসে কটাক্ষ। ‘নেপোটিজ়ম’ বিতর্ক ফের মাথা চাড়া দিয়ে ওঠে। ‘সইয়ারা’ ছবি বক্স অফিসেও ভাল ফল করছে। তাই শুভেচ্ছা জানিয়েছিলেন কর্ণ। সঙ্গে সঙ্গে তাঁকে বলা হয়, “এসে গিয়েছে নেপোকিডদের দাইজান।” বিষয়টি এড়িয়ে যাওয়ার মেজাজে ছিলেন না পরিচালক তথা প্রযোজক। রেগে আগুন হয়ে তাঁর পাল্টা জবাব, “চুপ কর। ঘরে বসে বসে নেতিবাচকতা তৈরি করিস না। বাচ্চা দুটোর কাজ দেখ। আর নিজে কিছু কাজ কর।”
মোহিত সুরি পরিচালিত ‘সইয়ারা’ ছবির কলাকুশলীদের জন্য কর্ণ লেখেন, “মনে নেই, একটা ছবি দেখার পরে শেষ কবে এমন অনুভূতি হয়েছে। চোখ থেকে জলের ধারা নেমে আসছে, সেই সঙ্গে মনে অসম্ভব আনন্দও হচ্ছে। রুপোলি পর্দায় ফের প্রেমের গল্প রাজ করছে এবং দেশ আবার প্রেমে পড়ছে, এটা দেখেই আনন্দ হচ্ছে। যশ রাজ এমন একটা ছবি এনেছে দেখে গর্ব হচ্ছে।”
মোহিত সুরিরও সরাসরি প্রশংসা করেছেন কর্ণ। ছবির গানও নাকি তাঁকে মুগ্ধ করেছেন। অহান ও অনীতের জন্য তিনি লিখেছেন, “দারুণ সূচনা। আমার হৃদয় ভেঙে গিয়েছে। আবার একই সঙ্গে পরিচালক হিসেবে উৎসাহ পেয়েছি। তোমরা দুজনই অসাধারণ।”