নতুন পরিচালকের ছবিতে দেব

ছবিটি পরিচালনা করবেন অভিজিৎ সেন। এটি তাঁর প্রথম ছবি। আগে ছোট পর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ পরিচালনা করেছেন অভিজিৎ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
Share:

দেব

সুপারস্টার দেবের উপরে যে প্রযোজক অতনু রায়চৌধুরী অগাধ ভরসা রাখছেন, তা বেশ স্পষ্ট। তাঁর প্রযোজনার প্রথম ছবি ‘সাঁঝবাতি’ মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় ছবির পরিকল্পনা করে ফেলেছেন। যেখানে মুখ্য চরিত্রে থাকছেন দেব। ‘সাঁঝবাতি’ ছবিতে দেবকে যেমন এক সাধারণ চরিত্রে দেখা গিয়েছে, এই ছবিতেও তার অন্যথা হবে না বলে মনে করা হচ্ছে। ছবিতে সেই অর্থে নায়িকা নেই বলে শোনা যাচ্ছে। একটি চরিত্রের জন্য স্বাতীলেখা সেনগুপ্তের কাছে প্রস্তাব গিয়েছে। তবে অভিনেত্রী সিদ্ধান্ত এখনও জানাননি।

Advertisement

ছবিটি পরিচালনা করবেন অভিজিৎ সেন। এটি তাঁর প্রথম ছবি। আগে ছোট পর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ পরিচালনা করেছেন অভিজিৎ। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ছবি ‘সাঁঝবাতি’। এই ট্রেন্ড দেখে মনে হচ্ছে, ছবি পরিচালনার ক্ষেত্রে ছোট পর্দার পরিচালকদেরই সামনে রাখছেন অতনু। নভেম্বরে ছবির শুটিং শুরু হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement