Dev

মরুভূমিতে মা-কে জড়িয়ে দেব, বয়স বাড়ছে বলেই কি পরিবারকে বেশি আঁকড়ে ধরতে ইচ্ছা করছে নায়কের?

ছবির বিশেষ প্রদর্শন হোক কিংবা প্রচার ঝলকের অনুষ্ঠান— ইদানীং সর্বত্র পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে দেবকে। নেপথ্যে কি অন্য কোনও কারণ?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:১০
Share:

দুবাইয়ের মরুভূমিতে (বাঁ দিক থেকে) দেব, অভিনেতার মা মৌসুমী অধিকারী এবং বোন দীপালি। ছবি: সংগৃহীত।

‘প্রজাপতি ২’-এর শুটিংয়ের সময় লন্ডন এবং স্কটল্যান্ডে মা-বাবা, বোনকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন দেব। তার পর আবার এখন দুবাইয়ে ঘুরছেন সপরিবার। নায়কের ২০ বছরের অভিনয়জীবনে তাঁর সমাজমাধ্যমে পরিবারের এত ছবি দেখা যায়নি। সময়ের সঙ্গে আরও বেশি করে কি মা-বাবাকে আঁকড়ে ধরতে ইচ্ছা করছে নায়কের?

Advertisement

এই মুহূর্তে দেবের একটি ছবি চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, দুবাইয়ের মরুভূমিতে ছেলে দীপক (দেব) এবং মেয়ে দীপালির মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন মা মৌসুমী অধিকারী। নায়কের এই পারিবারিক মুহূর্ত মন ছুঁয়েছে অনুরাগীদের। পরিবার, মা-বাবা, বোনের প্রসঙ্গে কী বলেছেন নায়ক?

অভিনেতা বলেন, “বাড়িতে তো আমি রাজুই। ওখানে কি আমি নায়ক? মা এখনও আমায় সময়ে সময়ে বকুনি দেন। সমাজমাধ্যমে সবকিছু লক্ষ করে তার পর আবার প্রশ্নও করেন। আসলে দিনের শেষে পরিবারই তো সব। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করেন মা-বাবা।”

Advertisement

আবুধাবিতে ‘রঘু ডাকাত’ ছবির বিশেষ প্রদর্শনের জন্য গিয়েছেন নায়ক। সেখানেই ছবির বিশেষ প্রদর্শনের পাশাপাশি দুবাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। সেখান থেকে ফিরেই এ বার ‘প্রজাপতি ২’ ছবিতে মন দেবেন অভিনেতা। অল্প শুটিংও বাকি রয়েছে। ডিসেম্বরে মুক্তি পাবে ‘প্রজাপতি ২’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement