Raghu Dakat Movie

এক দিকে সোহিনী, অন্য দিকে ইধিকা ‘রঘু ডাকাত’-এর প্রদর্শনে অতিথিদের সামলাতে ব্যস্ত দেব, শুধু এলেন না রুক্মিণী!

২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেব অভিনীত পুজোর ছবি ‘রঘু ডাকাত’। এর আগে নায়কের প্রায় সব ছবি এবং ছবির প্রচারে দেখা গিয়েছে রুক্মিণীকে। এ বার কেন দেখা গেল না নায়িকাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৩:২৪
Share:

‘রঘু ডাকাত’-এর প্রদর্শনে কেন অনুপস্থিত রুক্মিণী মৈত্র? ছবি: সংগৃহীত।

অগস্টের শেষে একসঙ্গে হাতে হাত ধরে দেখা গিয়েছিল তাঁদের। ১৪ অগস্ট ‘ধূমকেতু’ মুক্তির পর ছবির বিশেষ প্রদর্শনে দেবের হাত ধরে এসেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ভরা থিয়েটারে নায়িকা বলেছিলেন ‘আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, শুধু একজনেরই জন্য’। মাস পেরোতেই কি বদলে গেল সবটা? ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শন উস্কে দিল এমনই সব প্রশ্ন।

Advertisement

২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেব অভিনীত পুজোর ছবি ‘রঘু ডাকাত’। এর আগে নায়কের প্রায় সব ছবির প্রচারে দেখা গিয়েছে রুক্মিণীকে। কিন্তু এই ছবির ব্যাপারে নায়িকার একেবারে নির্লিপ্ত থাকা দর্শকমনে তৈরি করেছে নানা ধরনের প্রশ্ন। নায়ক–নায়িকা পরস্পরের যে কোনও কাজে সব সময়ে পাশে থাকেন। তাই বিশেষ প্রদর্শনে রুক্মিণীর অনুপস্থিতি তৈরি করেছে হাজার প্রশ্ন।

ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই বলেন, দুর্গাপুজোর পর নাকি দেব-রুক্মিণী একসঙ্গে বিদেশে ঘুরতেও যান। যদিও এই বছর পুজোর পর সে রকম কিছু আভাস পাওয়া যায়নি। বরং দেব জানিয়েছেন মা-বাবা, বোনকে নিয়ে দুবাই যাবেন শীঘ্রই। ১১ অক্টোবর দুবাইয়ে ‘রঘু ডাকাত’-এর প্রদর্শন হওয়ার কথা। সেখানেই গোটা পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেছেন নায়ক। দর্শকের একাংশের প্রশ্ন, তবে কি দেব-রুক্মিণীর সম্পর্কে ভাঙন? সূত্র বলছে , এই মুহূর্তে নায়িকা মুম্বইয়ে নিজের ‘কেরিয়ার’ সাজাতে ব্যস্ত। উল্লেখ্য, নায়কের অভিনয়জীবনের ২০ বছরের উদ্‌যাপনে দেখা যায়নি রুক্মিণীকে। কেন? এই প্রসঙ্গে নায়ক-নায়িকা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement