Dibyojyoti Dutta Will Be Not In Anurager Chowa

‘আর অভিনয় না করলেও ‘অনুরাগের ছোঁয়া’ আমারই’, দিব্যজ্যোতির পথচলা শেষ! আগামী দিনে নতুন কারা?

“সূর্য-দীপার পরবর্তী প্রজন্ম এ বার ধারাবাহিকের গল্প এগিয়ে নিয়ে যাবে। ওদেরও নিশ্চয়ই দর্শক ভালবাসবে”, বক্তব্য ছোটপর্দার ‘সূর্য’র।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৩
Share:

এ বার কোন রূপে দিব্যজ্যোতি দত্ত? ছবি: ফেসবুক।

পৌনে চার বছর একটি ধারাবাহিকের নায়ক তিনি। আগামী বুধবার তাঁর সেই পথচলা শেষ। দিব্যজ্যোতি দত্ত ওরফে ‘সূর্য’কে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় আর দেখা যাবে না! রবিবার এই ধারাবাহিকের জন্য শেষ শুটিং ছিল তাঁর। এ কথা অভিনেতা জানিয়েছেন আনন্দবাজার ডট কমকে।

Advertisement

দীর্ঘ দিন কোনও কাজের সঙ্গে যুক্ত থাকা মানে তার সঙ্গে আত্মিক টান তৈরি হওয়া। দিব্যজ্যোতির নিশ্চয়ই মনখারাপ?

ফোনের ও পারে ছোট্ট দীর্ঘশ্বাস। অভিনেতা বললেন, “কোনও কাজের শুরু যেমন থাকে, তার শেষও থাকে। এতগুলো দিন একটা ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা সহজ কথা নয়। ছেড়ে যেতে তাই ব্যথা তো লাগছেই।” পর ক্ষণেই জানালেন, মৃত্যু হবে ধারাবাহিকের নায়ক-নায়িকা ‘সূর্য-দীপা’র। এ বার তাদের পরবর্তী প্রজন্মকে পর্দায় দেখা যাবে। তাঁর আশা, দর্শক তাদেরও সূর্য-দীপার মতোই ভালবাসবে। “আমার পথচলা শেষ। ধারাবাহিকের নয়। এটা ভেবেই ভাল লাগছে”, দাবি তাঁর। দিব্যজ্যোতিকে ধারাবাহিকে শেষ দেখা যাবে আগামী বুধবার।

Advertisement

কলকাতায় এক ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যু হবে সূর্য-দীপার এবং তাদের সমসাময়িক অনেকের। প্রাণে বেঁচে যাবে তাদের পরের প্রজন্ম। অভিনেতার মতে, ধারাবাহিকে নতুনত্ব আনতেই এই স্বাদবদল। নতুন পর্বে যোগ দিচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেতা রাহুল মজুমদার, তিয়াসা লেপচা। দিব্যজ্যোতির পর্ব শেষ হলেও ‘দীপা’ ওরফে স্বস্তিকা ঘোষ থাকছেন। এ বার তিনি ‘সুদীপা’, দীপার নাতনি।

স্বস্তিকা থাকছেন, দিব্যজ্যোতি থাকছেন না! দর্শক আগ্রহ নিয়ে ধারাবাহিক দেখবেন? তিনিও তো থেকে যেতে পারতেন?

ছোটপর্দার ‘সূর্য’র সাফ জবাব, “আমার অভাবে ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যাবে, এ রকম কথা স্বপ্নেও ভাবি না। পরের প্রজন্ম ধারাবাহিকের মান এবং জনপ্রিয়তা এখনকার মতোই ধরে রাখবে, সেটা জানি।” তিনি জানিয়ে দিয়েছেন, অভিনয় না করলেও নিয়মিত ধারাবাহিক দেখবেন। “আর অভিনয় না করলেও ‘অনুরাগের ছোঁয়া’ আমারই”, বক্তব্য তাঁর।

আগামী তিন মাস শরীরের যত্ন নেবেন দিব্যজ্যোতি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য ওজন ঝরাতে হয়েছে তাঁকে। ছোটপর্দায় আবার ফিরবেন, না কি আগামী দিনে শুধুই বড়পর্দায়? জবাব এল, “সেটা পরিস্থিতি বলবে। ভাল চরিত্র পেলে কাল থেকেই হয়তো কাজে নামব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement