কী হয়েছে ফাহিম মির্জার? ছবি: ফেসবুক।
অভিনয় তাঁর পেশা, ক্রিকেট তাঁর নেশা। তাই শুটিংয়ের ফাঁকে অবসর মিললে ক্রিকেট খেলেন ফাহিম মির্জা। খবর, দিন কয়েক আগে তেমনই একটি দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন তিনি। সেখানেই বিপত্তি। জোরে ব্যাট ঘোরাতে গিয়ে ডান হাতের পেশিতে মারাত্মক আঘাত পান। যন্ত্রণায় অবশ হয়ে যায় হাত। তার পরেও অভিনেতা খেলা বন্ধ করেননি। “ওই অবস্থায় বাড়ি ফিরি। ব্যথা কমানোর ওষুধও খাই। পরের দিন থেকে যেমন শুটিং করছিলাম করতে থাকি”, আনন্দবাজার ডট কমকে বলেন ফাহিম।
এক সপ্তাহ পরে ফিজ়িয়োথেরাপি করাতে যান তিনি। প্রশিক্ষক জানান, যেখানে আঘাত পেয়েছেন সেই জায়গার আকার-আয়তনের পরিবর্তন হয়েছে। ক্রমশ ফুলে যাচ্ছে! শুনে চিকিৎসকের কাছে যান অভিনেতা। “চিকিৎসক এমআরআই করাতে বলেন। তখনই ধরা পরে, হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। অস্ত্রোপচার ছাড়া ঠিক হবে না।” এর পর চিকিৎসকের পরামর্শ মেনে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ভর্তি হন। রবিবার ডান হাতে অস্ত্রোপচার হয় তাঁর। ফাহিম সোমবার বাড়ি ফিরেছেন।
এখন কেমন আছেন? এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। এক সৎ রাজনীতিবিদের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। শুটিং কি করতে পারছেন?
অভিনেতার কথায়, “চিকিৎসক এক মাস বিশ্রাম নিতে বলেছেন। সেটা কখনওই সম্ভব নয়। আগের তুলনায় ভাল আছি। ডান হাত দিয়ে সমস্ত কাজ করি। ফলে, একটু অসুবিধা হচ্ছেই। পাশাপাশি,অনেকগুলো সেলাই পড়েছে। ব্যথা আছে।” আপাতত তাই শুটিং থেকে বিরতি তাঁর। বৃহস্পতিবার আবার চিকিৎসকের কাছে যাবেন। “আমার জন্য ধারাবাহিকের গল্প বদলানো হচ্ছে। যাতে স্লিং ব্যাগে হাত ঝুলিয়ে অভিনয় করতে পারি”, বললেন অভিনেতা। চিকিৎসক অনুমতি দিলে শুক্রবার থেকেই হয়তো আবার নিয়মিত সেটে দেখা যাবে তাঁকে।