Uttam Kumar Death Anniversary

‘যত্ন করে রেখে দিয়েছি’, ঠাকুরদা উত্তমকুমারের কোন কোন জিনিস নিজের কাছে রেখেছেন গৌরব?

ঠাকুরদা উত্তমকুমারকে চোখে দেখেননি৷ কিন্তু তাঁর স্মৃতি যত্ন করে রেখেছেন নাতি গৌরব চট্টোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১২:০৯
Share:

ঠাকুরদা উত্তমকুমারের স্মৃতিতে ডুব গৌরবের! ছবি: সংগৃহীত।

এই দিনগুলোয় বেশি করে ঠাকুরদার কথা মনে হয় তাঁর। যদিও চোখে দেখেননি কোনও দিন। তবু, উত্তমকুমারের উত্তরসূরি তিনি৷ তাই কাঁধে বাড়তি দায়িত্বও আছে। গৌরব চট্টোপাধ্যায়ের আক্ষেপও একটাই, তিনি ঠাকুরদাকে পাননি কখনও। তাঁর জন্মের বছর চারেক আগেই প্রয়াত হন মহানায়ক। ভরা শ্রাবণ, ২৪ জুলাই উত্তমকুমারের মৃত্যবার্ষিকী। সারা শহর এ দিন স্তব্ধ হয়ে গিয়েছিল। উত্তমকুমার বাঙালির আবেগ। ঠাকুরদাকে নিয়ে খুব বেশি কিছু বলার থাকে না গৌরবের। তবে নায়কের বেশ কিছু স্মৃতি এখনও যত্ন করে রেখে দিয়েছেন নবীন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কমকে গৌরব বললেন, “ছোটবেলায় বাবাকে হারিয়েছি ছোড়দাদু, ঠাকুমাকেও পেয়েছি খুব কম। তাই ঠাকুরদা সম্পর্কে খুব বেশি কিছু যে জানি, তা নয়। তবে দাদুর বেশ কিছু জিনিস আমার কাছে রয়েছে।” ছোটবেলা থেকে মন্ত্রমুগ্ধের মতো উত্তমকুমারের ছবি দেখতেন গৌরব। ছোটবেলা থেকে ‘নায়ক’ ছবিতে মহানায়কের চশমার প্রতি আলাদা আকর্ষণ ছিল তাঁর৷

গৌরব বলেন, “দাদুর স্যুট, টাই তো আছেই৷ তবে ছোট থেকে নায়কের ওই চশমার প্রতি আমার লোভ ছিল। ওটা আমার কাছে আছে। কিন্তু কখনও পরতে চাই না। সুচিত্রা সেন দাদুকে একটা লাইটার দিয়েছিলেন, সেটাও যত্ন করে তুলে রেখেছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement