Babil Khan Break Down

‘বিষাক্তদের থেকে দূরে থাকুন, ইঁদুর দৌড়ে নাম লেখাবেন না’, বাবিলের সমর্থনে হর্ষবর্ধন, জ়ারা

বলিউড একেবারে তাঁর পাশে নেই তা নয়। বাবিল খানের কান্না ছুঁয়ে গিয়েছে অভিনেতা হর্ষবর্ধন, জ়ারাকে। কী বলছেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৩:২৭
Share:

হর্ষবর্ধন রানে, জ়ারা ইয়েসমিন সমর্থন জানালেন বাবিল খানকে। ছবি: সংগৃহীত।

কে বলেছে বাবিল খানের পাশে কেউ নেই! তাঁর কান্নায় ভেঙে পড়া ভিডিয়ো দেখতে দেখতে চোখ ভিজেছে অনেকেরই। তাঁর মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন বহু অভিনেতা। যেমন হর্ষবর্ধন রানে, জ়ারা ইয়াসমিন। তাঁরা সমাজমাধ্যমে সমর্থন জানিয়েছেন ইরফান খানের ছেলেকে। লিখেছেন, “বিষাক্তদের থেকে দূরে থাকুন। আপনি অন্তত ইঁদুর দৌঁড়ে নাম লেখাবেন না। বলিউডকে খুশি করতে হবে না। নিজেকে খুশিতে ভরিয়ে দিন। সাফল্য ধরা দেবে।”

Advertisement

বিনোদন দুনিয়া নিয়ে ক্ষোভ অনেকেরই। বিশেষ করে বলিউড নিয়ে। সেখানকার স্বজনপোষণ নিয়ে। তারকা সন্তানদের মাত্রাতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া নিয়ে অসন্তোষ রয়েছে অনেকেরই। বাবিলও সে কথার পুনরাবৃত্তি করেছেন। তিনি অনন্যা পাণ্ডে, অর্জুন কপূর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কপূর, রাঘব জুয়াল, আদর্শ গৌরবের নাম করে জানিয়েছেন, বলিউডের তারকা সন্তানদের আচরণ ভীষণই রূঢ়। একই ভাবে মায়ানগরী সত্যিই মায়া ছড়ায়। অনেকটা রঙিন বুদবুদের মতো। পুরোটাই মিথ্যে মেকি।

কিছু ক্ষণের মধ্যেই যদিও সেই ভিডিয়ো মুছে দেন তিনি। কিন্তু তত ক্ষণে তা ভাইরাল হয়ে গিয়েছে। হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে সহকর্মীকে ট্যাগ করে লেখেন, “আপনি কঠোর হাতে যদি নিজের চারপাশে গণ্ডি টানতে পারেন তা হলেই আপনাকে অকারণে কেউ বিরক্ত, উত্যক্ত অপমানিত করতে পারবেন না।” অভিনেতার মতে, বলিউড বরাবরই এ রকম। এখানকার প্রতিযোগিতায় টিকতে গেলে মন নয়, মাথা খাটিয়ে চলতে হয়।

Advertisement

প্রায় একই কথা শোনা গিয়েছে জ়ারার মুখেও। তিনি বাবিলের অবস্থা দেখে মুষড়ে পরেছেন। একই সঙ্গে সাহসও জুগিয়েছেন অভিনেতাকে। জ়ারা মনে করেন, বাবিল যথেষ্ট শক্তিশালী অভিনেতা। ইরফান খানের ছেলে হওয়ার জন্য নয়, নিজের প্রতিভাতেই তিনি অনন্য। সেই জায়গা থেকে তাঁর পরামর্শ, “আগামীতে আপনি অন্তত ইঁদুর দৌ়ড়ে নাম লেখাবেন না। কে আপনাকে টপকে এগিয়ে গেল, মাথা ঘামাবেন না। কাউকে খুশি করে চলতে হবে না আপনাকে। আপনি কেবল মন দিয়ে অভিনয় করুন। নিজেকে হাসিখুশি রাখুন।” অভিনেত্রীর দাবি, তাতেই সাফল্য ধরা দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement