Indrasish Roy

বিয়ে ভেঙেছে, কিন্তু বন্ধুত্ব এখনও অটুট! প্রাক্তন স্ত্রীর সঙ্গে ‘সম্পর্ক’ প্রসঙ্গে কী বললেন ইন্দ্রাশিস রায়?

অভিনেতা ইন্দ্রাশিস রায়কে বিভিন্ন ধারাবাহিক এবং সিনেমায় দেখে অভ্যস্ত দর্শক। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের বিপুল আগ্রহ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৮:৫৩
Share:

প্রাক্তন স্ত্রী সৌরভী তরফদারের সঙ্গে অভিনেতা ইন্দ্রাশিস রায়। ছবি: সংগৃহীত।

হৃতিক রোশন- সুজ়ান খান, আমির খান-কিরণ রাও থেকে মলাইকা অরোরা- আরবাজ় খান—বিবাহবিচ্ছেদের পরেও তাঁরা একসঙ্গে সন্তানের দায়িত্ব পালন করেন। শুধু তাই নয় প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বজায় রেখে চলেন তাঁরা। একই পথে অভিনেতা ইন্দ্রাশিস রায়। স্ত্রী সৌরভী তরফদারের সঙ্গে বিয়ে ভেঙেছে কিন্তু বন্ধুত্ব অটুট।

Advertisement

জগদ্ধাত্রীপুজোয় ইন্ডাস্ট্রির অনেক বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন অভিনেতা। ছবি দিয়েছিলেন সমাজমাধ্যমে। সেখানেই প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে অভিনেতার ছবি ঘিরে চর্চা শুরু। যদিও তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, “সৌরভী আর আমার বন্ধুত্ব সেই ২০১০ সাল থেকে। ব্যক্তিগত জীবনের ওঠা-পড়া আমাদের বন্ধুত্বে কোনও আঁচ ফেলেনি। দুই পরিবারের মধ্যে সম্পর্কও খুব ভাল।”

ইদানীং বিবাহবিচ্ছেদের কথাও সমাজমাধ্যমে ঘোষণা করেন টলিপাড়ার অভিনেতারা। সেই প্রমাণ আগেই মিলেছে। অভিনেতা জীতু কমলের সঙ্গে বিচ্ছেদের খবর প্রথম সমাজমাধ্যমে জানিয়েছিলেন তাঁর স্ত্রী নবনীতা দাস। তার পর সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা চক্রবর্তীও তাঁদের দাম্পত্যকলহের কথা প্রকাশ্যে এনেছিলেন নিজে। কিন্তু সেই পথে হাঁটেননি ইন্দ্রাশিস এবং সৌরভী। তিনি যোগ করেন, “ইদানীং বিবাহবিচ্ছেদ নিয়ে প্রকাশ্যেই আলোচনা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে তেমনটা হয়নি। নীরবেই সবটা হয়েছিল।” অভিনেতার কাছে সমাজমাধ্যম হচ্ছে ব্যক্তিগত মুহূর্তগুলোকে ধরে রাখার একটা পথ। তাই সেখানেই নিজের কাছের মানুষদের অনেক ছবিই ভাগ করে নেন তিনি। তাই ‘প্রাক্তন স্ত্রী’ সৌরভীর থেকেও ‘বন্ধু’ সৌরভীর জায়গা তাঁর মন জুড়ে রয়েছে। সেই অনুভূতিই ভাগ করে নিলেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement