Jagaddhatri Serial

প্রযোজকের স্ত্রী বলে ধারাবাহিকের সেটে বিশেষ সুবিধা পান! আলোচনা শুনে কী বললেন অভিনেত্রী রূপসা?

অভিনেত্রী রূপসা চক্রবর্তী ছোটপর্দার পরিচিত মুখ। তাঁকে এই মুহূর্তে কৌশিকী নামেই ডাকে দর্শক। মূলত স্বামী স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিকেই দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৫:৫০
Share:

স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী হিসাবে কি কোনও বাড়তি সুবিধা পান রূপসা চক্রবর্তী? ছবি: সংগৃহীত।

শীঘ্রই নাকি শেষ হচ্ছে ‘জগদ্ধাত্রী’। গত কয়েক সপ্তাহ ধরে স্টুডিয়োপাড়ার অন্দরে এই একটাই চর্চা। এ দিকে তিন বছর ধরে টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। এই সপ্তাহেও ‘পরিণীতা’র পাশাপাশি একই স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকও। ভাল নম্বরের পরেও কি শেষ হয়ে যাবে এই ধারাবাহিক?

Advertisement

এই ধারাবাহিকে কৌশিকী মুখার্জির চরিত্রে অভিনয় করছেন রূপসা চক্রবর্তী। তাঁর অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী। ফলে অভিনয়ের পাশাপাশি প্রোডাকশনের অনেকটা অংশই তাঁর তত্ত্বাবধানে রাখতে হয়। অভিনেত্রী বলেন, “এখন এত দিন টানা প্রায় কোনও ধারাবাহিকই সম্প্রচারিত হয় না। ফলে অনেকেই ধরে নিয়েছে এ বার এই মেগা বন্ধ হবে। দুর্গার বিয়েই হয়তো শেষ গল্প। কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না। সবটাই অবশ্য স্নেহাশিসের কলমের ব্যাপার।”

ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, স্বামীর প্রযোজনা সংস্থায় কাজ করায় অনেক কিছু সুযোগসুবিধা পান রূপসা। অভিনেত্রী এই বিষয়ে সহমত। তিনি বলেন, “হ্যাঁ, নিজের প্রোডাকশনে অনেকটাই তো সুবিধা হয়। হয়তো সিন্‌ আসতে দেরি হচ্ছে। স্নেহাশিসকে ফোনে বলি তাড়াতাড়ি পাঠাও। শুধু আমার সুবিধা হয় তা নয়, যাঁরা কাজ করছে তাঁদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়।”

Advertisement

ধারাবাহিকের সেটই তাঁর বাড়ি হয়ে গিয়েছে। ‘জগদ্ধাত্রী’ ছাড়া বাকি ‘ব্লুজ’-এর বাকি কাজগুলোও নজরে রাখেন রূপসা। তবে যেহেতু এই ধারাবাহিকে নিয়মিত যাতায়াত সে ক্ষেত্রে ‘জগদ্ধাত্রী’র সব কিছু তাঁর নখদর্পণে। একসঙ্গে খাওয়া-দাওয়া তো চলেই। সেই সঙ্গে ফাঁক পেলেই আড্ডাও দেন তাঁরা। রূপসা যোগ করেন, “আমরা সবাই এখানে খাদ্যরসিক। আমার বিরিয়ানি খুব পছন্দের।” অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমে অনেক বিজ্ঞাপনে ইদানীং দেখা যায় তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement