Entertainment News

‘একটু হলে মেরেই ফেলত...’, রাতের বাইপাসে মদ্যপের গাড়ির সামনে অভিনেতা জিতু কমল

অভিনেতার অভিযোগ, গাড়িটা এক্কেবারেই কন্ট্রোলে ছিল না। জিতু বলছেন, ‘‘আমি রাস্তা ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও, ওই গাড়িটা আমার পিছু ধাওয়া করতে থাকে। বড়সড় ধাক্কার হাত থেকে বাঁচতে গাড়ি থেকে নেমে পড়ি। দেখি ড্রাইভারের সিটে মাঝবয়সী এক ব্যক্তি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৯:৫৮
Share:

চূড়ান্ত হেনস্থা হতে হল টেলিভিশনের জনপ্রিয় মুখ জিতু কমলকে।

রাতের কলকাতায় চূড়ান্ত হেনস্থা হতে হল টেলিভিশনের জনপ্রিয় মুখ জিতু কমলকে। গতকাল রাতে বন্ধুর এনগেজমেন্ট পার্টিতে যোগ দিতে ইএম বাইপাস ধরে ড্রাইভ করছিলেন জিতু। ঠিক রাত সাড়ে আটটা নাগাদ বাইপাসের কাছে সার্ভিস রোডে সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউটের কাছেই ঘটনাটি ঘটে। অভিনেতা জানিয়েছেন, তাঁর গাড়ির মুখোমুখি একটি গাড়ি এসে পড়ে। জায়গা দিতে তিনি একটু পিছিয়ে যান। ওই গাড়িটিও পিছিয়ে যায়। হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি সোজা এগিয়ে আসতে থাকে তাঁর গাড়ির দিকেই।

Advertisement

জিতুর অভিযোগ, ‘‘গাড়িটা এক্কেবারেই কন্ট্রোলে ছিল না। আমি রাস্তা ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও, ওই গাড়িটা মুখোমুখ আসতে থাকে। বড়সড় ধাক্কার হাত থেকে বাঁচতে গাড়ি থেকে নেমে পড়ি। দেখি ড্রাইভারের সিটে মাঝবয়সী এক ব্যক্তি।’’

ওই গাড়ির বনেটের সামনে এসে দাঁড়াতেই তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ারও চেষ্টা করেছিলেন বলে অভিযোগ জিতুর। শুধু তা-ই নয়। তাঁকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছিলেন বলেও দাবি অভিনেতার।গতকাল রাতেই সার্ভে পার্ক থানায় একটি এমসিআর করেন অভিনেতা। জিতুর আরও অভিযোগ, পুলিশ জেনারেল ডায়েরি নিতে চায়নি।

Advertisement

সার্ভে পার্ক থানায় করা অভিনেতা জিতুর এমসিআর।

জিতুর কথায়, ‘‘এমন ঘটনা আমি জীবনে কখনও ফেস করিনি। বনেটের সামনে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় উনি গাড়ি চালিয়ে দেন। আমি কোনওক্রমে পাশে লাফিয়ে নিজেকে বাঁচিয়ে নিই। লোকটি সম্পূর্ণ মদ্যপ ছিলেন, অকথ্য ভাষায় গালাগালি করছিলেন। গোটা ঘটনা আমি পুলিশকে জানিয়েছি। ২৪ ঘণ্টা পার হতে চলল। এ দিকে পুলিশের কোনও উচ্চবাচ্যই নেই। এই শহরে আমাদের কতটুকু নিরাপত্তা আছে তা হলে বুঝুন। কলকাতা শহরে থাকা একটা লোক ক্রাইম করে বেরিয়ে গেল, আর পুলিশ তাকে ধরতে হিমশিম খাচ্ছে।’’

আরও পড়ুন: ১৭ বছরের কিশোরকে ‘বিয়ে,’ যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার তরুণী

আরও পড়ুন: ‘বেলাশুরু’ করলেন শিবপ্রসাদ-নন্দিতা

তবে পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এই প্রতিবেদন প্রকাশের ঘণ্টাখানেক পরে জিতু জানিয়েছেন, পুলিশের তরফে তাঁকে ফোন করা হয়েছে। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনাক্তকরণের জন্য জিতুকে থানায় ডেকেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement