Jeetu-Ditipriya Controversy

জীতু-দিতিপ্রিয়া বিতর্কের পারদ চড়ছে, এই ধারাবাহিক আদৌ চলবে তো? প্রশ্ন উঠতেই সপাট উত্তর নায়কের

আলোচনার কেন্দ্রবিন্দুতে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়। সমাজমাধ্যমের পাতায় একের পর এক লেখা। এই ধারাবাহিক আদৌ বেশি দিন চলবে তো! প্রশ্ন দর্শক মহলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৩:১৮
Share:

কী উত্তর দিলেন জীতু? ছবি: সংগৃহীত।

‘আমি পালানোর মানুষ নই’, শুক্রবার সকালে আবার জীতু কমলের পোস্ট। শোনা গিয়েছিল, দিতিপ্রিয়া রায়ের সঙ্গে গোপন কথোপকথন প্রকাশ্যে আনার পরে শুটিংয়ে আসেননি নায়ক। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে তা নিয়ে হয়েছিল বিপুল আলোচনা। পরে জানা যায়, বুধবার বিকেলে কল টাইম ছিল তাঁর। যদিও এ প্রসঙ্গে জীতু বা প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

Advertisement

উল্টে গুঞ্জন উঠেছিল এই বিতর্কের পর ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। এর মাঝে আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন জীতু। তাঁর দাবি, পেশাদারিত্ব এবং ব্যক্তিগত জীবনের ফারাক তিনি খুব ভাল করেই বোঝেন। জীতু লেখেন, “ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা পালিয়ে যায়।”

এত বিতর্কের মাঝে ধারাবাহিকের ভবিষ্যৎ কী? এ প্রসঙ্গে জীতু বলেন, “আমি চুক্তিতে আবদ্ধ। সুতরাং কোনও ব্যক্তিগত সমস্যার জন্য কাজে ব্যাঘাত ঘটাতে চাই না। কারণ, এই প্রজেক্টের সঙ্গে শুধু আমি একা নই, আরও অনেক মানুষ জড়িত। চাই না পুজোর আগে কেউ সমস্যায় পড়ুক।” সময়ে শুটিংয়ে পৌঁছে যাচ্ছেন নায়ক। শট দিচ্ছেন, বাড়ি ফিরছেন।

Advertisement

অভিনেতা বললেন, “অনেকে ধরে নিয়েছিলেন আমি ধারাবাহিক ছেড়ে দিচ্ছি। এত উত্তর দিতে হচ্ছে তাই লিখতে বাধ্য হলাম, আমি পালানোর মানুষ নই।” দিতিপ্রিয়া এবং জীতু দু’জনের সঙ্গেই প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষের মিটিং হয়েছে। শোনা যাচ্ছে, এই বিতর্কের যদি কোনও সমাধান না হয় তা হলে ধারাবাহিকের ভবিষ্যৎ বিশ বাঁও জলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement