Jeetu Kamal-Ditipriya Roy Chemistry

২৩-এর দিতিপ্রিয়ার চাউনিতে অনেক পুরুষই কাবু! খুব ছোট তো, তাই হয়তো বলতে পারেন না: জীতু

“দিতিপ্রিয়া অনেক ছোট। তার পরেও একাধিক কাজ কী সুন্দর সামলায়! অভিনয় করে, পড়াশোনাও! আমি পারতাম না। এই গুণ ওর প্রতি আকৃষ্ট করেছে।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৯:১৯
Share:

দিতিপ্রিয়া রায়ের চোখে চোখ জীতু কমলের। ছবি: ফেসবুক।

পাঁচ বছর পরে ছোট পর্দায় ফিরেছেন জীতু কমল। ফিরেই অভিনেতা চর্চায়! তিনি চর্চায় তাঁর নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর কারণে। নায়িকা দিতিপ্রিয়া রায়কে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে। কী লিখেছেন জীতু? কখনও লিখেছেন, “বছর ২২-২৩-য়েই এই ঝড় তুলছে! ২৫-৩০-তে তো সাইক্লোন হবেই। কংক্রিটের মজবুত ঘর বানান। না হলে আপনার ঘর ভেঙে পড়বে।” তার পরেই নায়িকাকে নিয়ে চূড়ান্ত রসিকতা, “চাউনি দেখেছেন ম্যাডামের!”

Advertisement

চোখ যখন কথা বলে। ছবি: ফেসবুক।

গত পাঁচ বছরে অনেক বদলে গিয়েছেন জীতু। নিজেই সে কথা সম্প্রতি স্বীকার করেছেন আনন্দবাজার ডট কমের কাছে। আরও শান্ত, আরও ধৈর্য বেড়েছে তাঁর। প্রয়োজনের বাইরে কথা বলা প্রায় ছেড়েই দিয়েছেন। হয় বই, নয় গান তাঁর সঙ্গী। রাগটাও নাকি কমে গিয়েছে আরও! সেই অভিনেতা দিতিপ্রিয়াকে নিয়ে এত কিছু লিখে ফেললেন! জীতুর বুকেও কি দোলা লাগল?

জীতু, দিতিপ্রিয়ার রসায়ন চুঁইয়ে পড়েছে পর্দায়। ছবি: ফেসবুক।

প্রশ্ন ছিল তাঁর কাছে। জীতু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দরাজ হাসি হাসলেন, “কী যে বলেন! ও কত ছোট বলুন তো? কী ভীষণ নিষ্পাপ, সরল।” তার পরেই হাসি সরিয়ে গম্ভীর। “জানেন, মেয়েটাকে মনোযোগ দিয়ে দেখি আর অবাক হয়ে যাই। এক দিকে অভিনয় করছে। আবার পড়াশোনা করে একের পর এক পাশ করছে! কী করে পারে?” তিনি হলে পারতেন না, সপাট দাবি অভিনেতার। একটু থমকে যোগ করেছেন, “ওর এই ধৈর্য, এই অধ্যবসায়, দুটো ভিন্ন মেরুর বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষমতা, ওর শিক্ষা— ও যে কোনও পুরুষকে আকৃষ্ট করবে।” পরক্ষণেই ফের রসিকতার মেজাজে, “২৩-এর দিতিপ্রিয়ার চাউনিতে অনেক পুরুষই কাবু! খুব ছোট তো, তাই হয়তো বলতে পারেন না!”

Advertisement

এ ভাবেই প্রতি মুহূর্তে চর্চায় জুটি। ছবি: ফেসবুক।

ধারাবাহিকে তাঁরা প্রথম জুটি। পর্দা কিন্তু তা বলছে না। বলছে, যেন পরস্পর অনেক দিনের চেনা। এর আগেও অনেক কাজ করেছেন...!

কথা শেষের আগেই কথা লুফে নিলেন জীতু। “খুব ছোট তো! ওকে বুঝে অভিনয়ের চেষ্টা করি। সেটে ওর খুনসুটি, আবদারগুলো দেখি। সেই সব দেখতে দেখতে অভিনয়ে আমার আবেগ মিশিয়ে দিই।” পাশাপাশি, দিতিপ্রিয়া ভীষণ ভাল অভিনেত্রী। ফলে, আদানপ্রদান ভাল হয়। জানালেন পর্দার ‘আর্য সিংহ রায়’। পরক্ষণেই যুক্তির জাল বুনলেন, “মাধ্যম যাই-ই হোক, নায়িকার সঙ্গে এই বোঝাপড়াটা রাখার চেষ্টা করি। ওই জন্যই ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘গৃহপ্রবেশ’ ছবিতে আমার আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি প্রশংসিত।” তার পরেই ছদ্ম কোপ তাঁর গলায়। জানালেন, সাংবাদিকেরাই বলেন, তিনি আর দিতিপ্রিয়ার মধ্যে সদ্ভাব নেই। একসঙ্গে ছবি তোলেন না। সাক্ষাৎকার দেন না! “প্রতি দিন নায়িকাকে নিয়ে কিছু না কিছু লিখলে রসায়নের এই আকর্ষণ থাকবে?”

সুরে সুরে পর্দায় প্রেম নিবেদন জীতু-দিতিপ্রিয়ার। ছবি: ফেসবুক।

লোকে যে বলছে, জীতু-দিতিপ্রিয়া নাকি বাস্তবেও..., থামিয়ে দিলেন অভিনেতা। সাফ দাবি করলেন, “তার মানে আমরা হিট। যাঁরা বলছেন তাঁদের বলবেন, দিতিপ্রিয়ার প্রতি আমার প্রচণ্ড স্নেহ রয়েছে। শুধুই স্নেহ...।”

বলেই ফের গলা ছেড়ে হাসলেন ছোট পর্দার দাপুটে ব্যবসায়ী ‘আর্য’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement