কী কাণ্ড ঘটল যিশুর সঙ্গে? ছবি: সংগৃহীত।
মুম্বইয়ে এ ধরনের ঘটনা আকছার চোখে পড়ে। তারকাদের ছবি তুলতে এত ব্যস্ত হয়ে পড়েন ছবি শিকারীরা যে নিজেদের দিকে খেয়াল থাকে না। ভিড়ের মধ্যে একটি ভাল ফ্রেম পাওয়ার জন্য অনেক সময় পা থেকে জুতো খুলে পড়ে যায় অন্য দিকে। সামনে তেমন তারকা থাকলে তাঁরা আবার সাহায্য করতে এগিয়ে আসেন।
বলিপাড়ায় এই দৃশ্য বহু বার দেখেছেন দর্শক। সেই একই মুহূর্তের পুনরাবৃত্তি ঘটল। তবে বদলে গিয়েছে স্থান। বুধবার এমনই ঘটল ‘গৃহপ্রবেশ’ ছবির বিশেষ প্রদর্শনে। এ দিন ছবি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। সচরাচর কলকাতায় বিশেষ অনুষ্ঠান বা প্রদর্শনে দেখা যায় না তাঁকে। বছরের বেশির ভাগ সময় মুম্বইয়ে থাকেন কাজের জন্য। এ দিন ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি দেখতে হাজির হয়েছিলেন অভিনেতা।
দক্ষিণ কলকাতার এক শপিং মলের থিয়েটারে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রদর্শনের। সেখানে যিশুকে দেখে স্বাভাবিক ভাবেই দাঁড়িয়ে পড়লেন অনেকে। চারিদিক থেকে ছেঁকে ধরে ক্যামেরা। এরই মাঝে প্রিয় নায়ককে দেখতে গিয়ে পা থেকে জুতোই খুলে যায় এক তরুণীর।
যিশুর নজরে পড়তে কী করলেন? শহর কলকাতায় তা অবিরল দৃশ্য। ভক্তের জুতো নিজে হাতে সেই মেয়েটির কাছে এগিয়ে দিলেন যিশু। এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তরুণী। তাঁর জুতো যিশু হাতে তুলে এগিয়ে দিচ্ছে তা কি ভাবা যায়! লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন তিনি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমের পাতায়। তাই সঙ্গে সঙ্গে প্রণাম করতে এগিয়ে যান সেই তরুণী। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে অনেকে যিশুর প্রশংসা করেছেন।
এই মুহূর্তে কলকাতাতে রয়েছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং করছেন তিনি। এই ছবিতে নিত্যানন্দের চরিত্রে দেখা যাবে। ছবিতে যিশুর লুক পোস্ট করেছিলেন পরিচালক নিজেই। আপাতত এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা।