Manasi Sinha

Manasi Sinha: কী ভয়ানক এক প্রযোজকের পাল্লায় পড়েছিলাম! প্রথম পরিচালনায় এসে ক্ষোভ মানসীর

অভিনেত্রীর মুকুটে নতুন পালক। এই প্রথম পরিচালনায় এলেন মানসী সিংহ। প্রথম ছবির আগেই খারাপ অভিজ্ঞতার শিকার!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৮:৪৫
Share:

প্রথম পরিচালনাতেই খারাপ অভিজ্ঞতা মানসীর।

অভিনয়ে নজর কাড়ছেন বহু বছর হল। এই প্রথম ক্যামেরার ওপারে। পরিচালকের আসনে বসলেন অভিনেত্রী মানসী সিংহ। ছবির নাম 'এটা আমাদের গল্প'।

Advertisement

লকডাউনের আগেই ছবির কাজ শেষ হওয়ার কথা ছিল। প্রযোজক-বিভ্রাট এবং টাকা নিয়ে সমস্যায় থমকে যায়। শত বাধা পেরিয়ে আবারও শ্যুটিং শুরু করেছেন মানসী। ছবির মুখ্য চরিত্রে অপরাজিতা আঢ্য, শাশ্বত চট্টোপাধ্যায়।

প্রথম পরিচালনার অভিজ্ঞতা কেমন? আনন্দবাজার অনলাইনের ফোনে পরিচালকের ক্ষোভ, ‘‘ভয়ঙ্কর খারাপ অভিজ্ঞতা! দু'নম্বরি প্রযোজকের পাল্লায় পড়ে গিয়েছিলাম। খুব সমস্যা পোহাতে হয়েছে। অবশেষে ধাগা প্রোডাকশন এগিয়ে আসে। এখন পুরো কাজটাই খুব আরামে করতে পারছি। যেন পালকের উপর বসে!’’

Advertisement

এক অন্য প্রেমের গল্প বলবে মানসীর ছবি৷ জীবনের একটা সময়ে যখন সব আশা ক্ষীণ হয়ে যায়, ঠিক তখনই শুরু এক নতুন গল্প। দুই বয়স্ক মানুষের প্রেমের কাহিনি।

ছবিতে পঞ্চাশোর্ধ্ব এক মহিলার চরিত্রে অপরাজিতা। অভিনেত্রী বললেন, ‘‘আমি প্রথমে রাজি ছিলাম না। কিন্তু মানসী বলে, ৫০ বছরের এক নারীকে দেখেও কেউ প্রেমে পড়তে পারে, সেই চরিত্রে তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারছি না। আর না করতে পারিনি। তা ছাড়া, আমাদের ইন্ডাস্ট্রিতে মহিলা পরিচালক খুব বেশি দেখা যায় না। সেটাও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিল।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন