Updates Of Bengali Serial Kotha

অবশেষে বিয়ের পিঁড়িতে রাইমা! গায়ে হলুদ পর্ব সারা, কার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন তিনি?

রানিরঙা বেনারসিতে সুন্দর দেখাচ্ছে তাঁকে। গা-ভর্তি সোনার গয়না। রাইমার পছন্দের মানুষটি কে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৫:৫৮
Share:

বিয়ে করছেন রাইমা সেনগুপ্ত? ছবি: ফেসবুক।

পরনে রানিরঙা বেনারসি। তাতে সোনালি জরির সূক্ষ্ম কাজ। মানানসই সোনার গয়না জৌলুস আরও বাড়িয়েছে। শোলার মুকুট, চন্দনের অলকাতিলকায় সুন্দরী তিনি। এ ভাবেই বিয়ের পিঁড়িতে রাইমা! এই একটি খবরে নড়ে বসেছে টলিউড। কেউ টুঁ শব্দ পেল না! কার সঙ্গেই বা বিয়ে হচ্ছে তাঁর?

Advertisement

হেঁয়ালি থাক। অভিনেত্রী মানসী সেনগুপ্তের বোন রাইমাকে বিয়ের সাজে দেখা গিয়েছে। তিনিও অভিনেত্রী। ফলে আর এক অভিনেত্রী রাইমার (সেন) সঙ্গে নাম গুলিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল মানসীর সঙ্গে। বোনের বিয়ে দিচ্ছেন? প্রশ্ন রাখতেই রহস্যের ভিতরে রহস্য! মানসী বললেন, “হ্যাঁ, বিয়ে হচ্ছে রাইমার। বেশ দেখাচ্ছে না?” তার পরেই হেসে ফেলেছেন। মানসীর বোন রাইমা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’য় অভিনয় করছেন। ধারাবাহিকে তাঁর ‘বিয়ে’ হচ্ছে। বিপরীতে অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। ‘কথা’য় তিনি পুলিশ অফিসারের ভূমিকায়।

বিয়ের সাজে রাইমা সেনগুপ্ত। ছবি: ফেসবুক।

মানসী হাসতে হাসতে বলেছেন, “আমার বোন বড্ড ছোট। এখনও বিয়ের বয়সই হয়নি। পর্দায় এই প্রথম বিয়ের দৃশ্যে অভিনয় করছে। ভীষণ উত্তেজিত। আপাতত পর্দাতেই বিয়ে করে অভিজ্ঞতা বাড়াক!” বিস্ময়, উত্তেজনা ছড়িয়েছে মানসীর আত্মীয় মহলেও। তাঁরাও সমাজমাধ্যমে ছবি দেখে ভেবেছেন, বাড়ির মেয়ে বুঝি সকলের অগোচরে সাত পাক ঘুরে নিল। “আমাদের মা কিন্তু মজা পেয়েছে। মেয়ে এক দিকে বিয়ের আচার পালন করছে। মা সমস্ত ভিডিয়ো আমাদের ডেকে ডেকে দেখাচ্ছে!”

Advertisement

মানসী ছোট পর্দার জনপ্রিয় মুখ। ঝুলিতে মুঠোভর্তি হিট ধারাবাহিক। পর্দায় আপনার কত বার বিয়ে হয়েছে? অভিনেত্রীর রসিকতা, “আমার কপাল খুবই খারাপ। বরাবর খলনায়িকা। অনেক বার জেলে গিয়েছি। পর্দায় এক বারও বিয়ের পিঁড়িতে বসা হয়নি!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement